শেষের পাতা
সিরাজগঞ্জে সাবেক এমপিকে কারাগারের সামনে মারধর
সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হওয়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজকে মারধর করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ কারা ফটকের সামনে তাকে মারধর করে ছাত্র-জনতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জ বড়পুল এলাকায় আবদুল আজিজকে প্রকাশ্যে এনে বেঁধে রেখে কথা বলার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান। ২৬ সেকেন্ডের ফেসবুক লাইভে তিনি এ ঘোষণা দেন। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আজিজের শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করছেন এবং তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজ ছাড়া পেয়েছেন এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র-জনতা কারাগারের সামনে জড়ো হতে থাকেন। এরপর আজিজ যখন জেলা কারাগার থেকে মুক্ত পেয়ে বের হন, তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। টানাহেঁচড়া ও মারধর করেন। গতকাল সকালে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক এমপি আজিজ জামিনে মুক্ত হওয়ার পরে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।
পাঠকের মতামত
আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে সবাইকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে সবাইকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মব জাস্টিস বন্ধ করতে অবিলম্বে সরকারকে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। অন্যথায় দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হবে।