ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

চারুশিল্পীর বাড়িতে অগ্নিসংযোগ

ছাত্রলীগ নেতার স্ট্যাটাস-‘মিশন কমপ্লিট’, গ্রেপ্তার ৮

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

আলোচনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের গ্রামের বাড়ি গড়পাড়া এলাকা। পহেলা বৈশাখে ফ্যাসিবাদের প্রতিচ্ছবি হিসেবে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মুখাবয়ব বানানোর কারিগরের তকমা লেপে দেয়া চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ির পাশেই জাহিদ মালেকের বাড়ি। হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকেই দুর্বৃত্ত নামধারীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে চিত্রশিল্পীর বাড়িতে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাসহ আওয়ামী লীগের ৮ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে দেয়া  রহস্যজনক স্ট্যাটাস ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে মাঠে নেমেছে পুলিশ। স্ট্যাটাসের ধরন ছিল “মিশন কমপ্লিট’’। পুলিশের সূত্র জানিয়েছে, আটককৃতদের মধ্যে ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন অগ্নিসংযোগের রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছে। আটক সিজনের কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে পুলিশ মনে করছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ নেতা মীর মারুফ (২১), ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪), মোশারফ হোসেন, সঞ্জিব ঘোষ। বৃহস্পতিবার বিকালে সাতদিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। 

সরজমিন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের গ্রামের বাড়ি গড়পাড়া এলাকার ঘোষের বাজার ঘুরে দেখা গেল চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িটিকে ঘিরে নানান কৌতূহল। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী কয়েকজন নেতার বাড়ির আশপাশে এমন ঘটনায় রহস্যের দানা বেঁধেছে। তবে এলাকার মানুষজন নানা কারণে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। 

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িটি শুধু  সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির পাশেই নয়, একই সঙ্গে  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাহিদ মালেকের আপন ফুপাতো ভাই ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অর্থাৎ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত আফসার উদ্দিন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনের বাড়িও একই এলাকায়।  আওয়ামী লীগ সরকারের শাসনামলে জাহিদ মালেকের বাড়ি গড়পাড়া থেকেই জেলার রাজনীতি সহ সবকিছুরই কলকাঠি নাড়ানো হতো বলে জানান এলাকাবাসী। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সাবেক স্বাস্থ্যমন্ত্রী সহ তার আস্থাভাজন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই গাঢাকা দিয়েছেন।  

এদিকে বৃহস্পতিবার দুপুরে আগুনে ক্ষত চিত্রশিল্পীর বাড়ি পরিদর্শনে যান মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। এ সময় তিনি ঘুরে দেখেন। এরপর মুখোমুখি হন সাংবাদিকদের সঙ্গে। ক্ষতিগ্রস্ত চিত্রশিল্পীর ঘর তৈরি করে দেয়ার দায়িত্ব নেন। বলেন, বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছে সরকার। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের ঘর পুনঃনির্মাণ করে দেয়া হবে। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। এই তদন্ত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে  প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ এবং সম্ভাব্য ক্ষতির পরিমাপ করা। 

কবে নাগাদ ঘর তৈরি করে দেয়া হবে এ প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত শেষেই  ঘর তৈরি করে দেয়া হবে। তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। এর পরপরই ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোস্তাফিজুর রহমান ও মানিকগঞ্জের পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন। তারাও ঘুরে ঘুরে দেখেন আগুনে ক্ষতের চিত্র। 

এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশের পক্ষ থেকে রাত-দিন ২৪ ঘণ্টা চিত্রশিল্পী মানবেন্দ্র ও তার পরিবারের নিরাপত্তা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটার পর থেকেই আমাদের আইনগত কার্যক্রমের পাশাপাশি  গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এই ঘটনায় মামলায় এ পর্যন্ত আমরা ৮ জনকে গ্রেপ্তার করেছি।  গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরাসরি তারা স্বীকার না করলেও তাদের কথাবার্তায় কিছু কিছু সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। অচিরেই বের করতে পারবো অগ্নিকাণ্ডের আসল রহস্য। 

ঘটনার আগে চিত্রশিল্পী মানবেন্দ্রের থানায় জিডি প্রসঙ্গে এসপি বলেন, তখন থেকেই তার ওপর পুলিশি নিরাপত্তা রয়েছে এবং গোয়েন্দা নজরদারি প্রথম থেকেই অব্যাহত আছে। কিন্তু বাড়িকেন্দ্রিক যে নিরাপত্তার কথা উঠছে তিনি সেভাবে আমাদের কাছে ডিমান্ড করেননি বলে সেটা করা হয়নি। তবে চিত্রশিল্পীর  নিজের ফিজিক্যাল নিরাপত্তা আমরা দিয়ে যাচ্ছি প্রথম থেকেই।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ক্রাইম মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার। পাশাপাশি পরিবারের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা পরিবারটিকে দেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

এদিকে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, আমি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কারও কখনো ক্ষতির কারণ হইনি। না কোনো দল, না কোনো মত- না কোনো ধর্মীয় বিষয়। আমি সব সময়ই দল-মত এবং ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল। 

আমি সব সময় বলেছি- এবারের পহেলা বৈশাখের শোভাযাত্রাতে আমি একটি বাঘের প্রতিকৃতি তৈরি করছি হলুদ রংয়ের। সেটা দেশবাসী দেখেছেন। এটা তৈরি করতে গিয়ে খেয়ে না খেয়ে অনেক সময় ব্যয় করেছি। তার মধ্যেই এ ধরনের একটি ঘটনার মধ্যদিয়ে যেতে হচ্ছে।  এ ঘটনা আমার চেয়ে আমার পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেল। এই ট্রমাটা কীভাবে কাটিয়ে উঠবো জানি না। তিনি আরও বলেন, রাষ্ট্রের কাছে একটাই প্রত্যাশা- সাধারণ মানুষ যারা একটু শান্তিপ্রিয় তারা যেন শান্তিতেই থাকতে পারে।  প্রশাসনের কাছে নিজের এবং  পরিবারের নিরাপত্তা জোরদারের দাবি জানান এই চিত্রশিল্পী।
 

পাঠকের মতামত

এর হুকুম দাতা হাসিনা

হাসান
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৮:৫৭ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status