শেষের পাতা
খাগড়াছড়িতে চবি’র ৫ শিক্ষার্থীসহ ৬ জনকে অপহরণ
খাগড়াছড়ি প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারখাগড়াছড়িতে বেড়াতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৫ শিক্ষার্থীসহ ৬ জন অপহরণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের দিকে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ। অপহৃতরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য রিশান চাকমা, চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় তাদের বহনকৃত টমটম অটোরিকশা চালকও অপহৃত হয়েছেন। বুধবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে উল্লেখ করেন, অপহৃত শিক্ষার্থীরা বিঝু উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি বেড়াতে যান। সেখান থেকে মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশ্যে তারা দীঘিনালা হয়ে খাগড়াছড়ি আসেন। পরে গাড়ির টিকিট না পাওয়ায় তারা শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক এলাকায় বন্ধুর বাসায় রাত্রী যাপন করেন। বুধবার সকাল ৭টার গাড়ির উদ্দেশ্যে তারা অটোরিকশা টমটমে করে জেলা সদরের গিরিফুল নামক এলাকায় পৌঁছলে তাদেরকে অপহরণ করা হয়। অনতিবিলম্বে সুস্থ শরীরে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন রিবেক চাকমা। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। তবে শিক্ষার্থীদের অপহরণের অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, এ অপহরণের সঙ্গে আমরা কেউ জড়িত নই। আমরা এ ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করি না। কোনো একটা মহল ষড়যন্ত্রমূলকভাবে অপহরণের ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছে। খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জনকে অপহরণের বিষয়টি জেনেছি। যে এলাকায় অপহরণের ঘটনা ঘটেছে সে এলাকায় পাহাড়ের আঞ্চলিক একটি সংগঠনের চলাচল রয়েছে। আমরা মোবাইল প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা করছি।