ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

পরমাণু কর্মসূচি নিয়ে শনিবার ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

শনিবার একটি সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে ‘সরাসরি আলোচনা’ করবে যুক্তরাষ্ট্র । একথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই আকস্মিক ঘোষণার কয়েক ঘন্টা পর, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে, ওমানে আলোচনা ‘পরোক্ষ’ হবে। সেইসঙ্গে এই বৈঠক হবে পরীক্ষামূলক। সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরেই ইরানের সঙ্গে বৈঠকের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, 'শনিবার ইরানের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আমরা সরাসরি তাদের সঙ্গে আলোচনা করছি। সম্ভবত একটি চুক্তি হতে চলেছে।’

কিন্তু সেই সঙ্গেই ট্রাম্পের হুঁশিয়ারি, ‘যদি আলোচনা সফল না হয়, তা হলে ইরানের পক্ষে তার পরিণতি ভয়াবহ হবে।’ গত মাসে, ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ এড়াতে একটি চুক্তিতে পৌঁছানোর কথা বলেছিলেন। ইরানও বলেছিল যে, তারা পরোক্ষ আলোচনার জন্য উন্মুক্ত। যদিও ইরান জোর দিয়ে বলেছে যে, তার পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু সাত বছর আগে পুনর্বহাল করা মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে তারা বিদ্যমান চুক্তির দ্বারা আরোপিত বিধিনিষেধগুলো ক্রমবর্ধমানভাবে লঙ্ঘন করছে। ইরান পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে ইউরেনিয়াম মজুদ করেছে। সোমবার ওভাল অফিসে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের সরাসরি আলোচনা চলছে। এটি শনিবার পর্যন্ত চলবে। আমাদের একটি খুব বড় বৈঠক আছে এবং আমরা দেখব কী হয় সেখানে। আমি মনে করি সকলেই একমত যে, চুক্তি করাই ভালো। এটি খুবই বিপজ্জনক অঞ্চল হয়ে উঠছে এবং আশা করি সেই আলোচনা সফল হবে।’

ট্রাম্প পরে আরও বলেন, ‘ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, এবং যদি আলোচনা সফল না হয়, তাহলে আমি মনে করি এটি ইরানের জন্য খুব খারাপ দিন হবে।’

প্রসঙ্গত, নতুন পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে দু’মাসের সময়সীমা বেঁধে দিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইকে গত মাসে চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প। ওই চিঠির পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা খারিজ করে বলেছিলেন, ‘আমেরিকার সঙ্গে আর কথাবার্তা এগোনোই সম্ভব নয়, যদি না বিশেষ কিছু জিনিস ওরা বদল করে। ইরান কোনও একগুঁয়েমি থেকে এটা করছে না। ইরানের এই অবস্থান ইতিহাস এবং অভিজ্ঞতার ফল। ওয়াশিংটনকে ওদের নীতি পুনর্বিবেচনা করতে হবে।’

এর পরে ট্রাম্প সরাসরি ইরানে বোমাবর্ষণের হুমকি দিয়েছিলেন। এই আবহে মঙ্গলবার আলোচনায় সম্মতির কথা জানিয়ে ইরানের বিদেশমন্ত্রীর মন্তব্য, ‘আমাদের কাছে এটি সুযোগ এবং পরীক্ষা।’

সূত্র :  বিবিসি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status