অনলাইন
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদ
হামলা-ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৭২ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন
গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে গত সোমবার বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, এসব ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১০টি মামলা করা হয়েছে। আরও তদন্ত চলছে বলে ওই বিবৃতিতে বলা হয়।
আরও বলা হয়, এসব নিন্দনীয় কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরও মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিবৃতিতে জানানো হয়।
পাঠকের মতামত
ওদের ধরে এমন ধোলাই দেওয়া উচিত যে ,ভবিষ্যতে যেন কোন কিছু না করে খেতে পারে ! অপরের সম্পদ বিনা কারণে নষ্ট করা আইনত দন্ডনীয় অপরাধ । সেই লক্ষ্যেই ওদের হাত পা ভেঙে দেওয়া উচিত। নিজের দেশই তো এখন গাজার চেয়ে বিপদজনক, সেখানে গাজার জন্য আন্দোলন ! এর পিছনে এখন আওয়ামীলীগ কাজ করছে। দেশটাকে আওয়ামী অরোজকতার দিকে ঠেলে দিবার জন্য বিভিন্ন রূপ ধারণ করছে। আজ আওয়ামী, কাল বিএনপি, পরশু জামায়াত ইত্যাদি। ওদের মেরুদণ্ড ভেঙ্গে দিতে হবে যেন হাসিনা সতের কোটি মানুষকে বঞ্চিত না করে শুধু না বলতে পারে ওর বাপের দেশ।