ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

লক্ষ্মীপুরে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ

নিহতের ঘটনায় উত্তেজনা ভাঙচুর ও অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে সাইজ উদ্দিন নামে একজন নিহতের ঘটনায় অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বেচ্ছাসেবকদল নেতা রুহুল আমিন, এবাদুল্লাহ গাজী ও আনোয়ার হোসেন মালসহ বেশক’টি বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। পরে ঘরের মালামাল লুটপাট করে নেয় তারা। এতে করে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা  ও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার জন্য শামীম ও ফারুক সমর্থকদের দায়ী করছেন একে- অপরকে।

রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, দু’পক্ষের লোকজনই হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত। ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। নিহতের পক্ষ থেকে এখনো কোনো মামলা দেয়া হয়নি। তবে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলার ২নং চরবংশী ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারে মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজার নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত একাধিকবার ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ হয়। এ সময় স্পেন প্রবাসী বিএনপিকর্মী সাইজ উদ্দিন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বিএনপিকর্মী আবু খাঁ, নজরুল কবিরাজ, হানিফ দেওয়ান, জসিম উদ্দিনসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের লক্ষ্মীপুর ও রায়পুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
 

পাঠকের মতামত

শেয়ালের কাছে মুরগী পাহারা দিবেন কী?

জনতার আদালত
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:৪৪ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status