ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সিলেটে ব্যবসায়ীদের ক্ষোভ, কড়া হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৯ এপ্রিল ২০২৫, বুধবার

৫ই আগস্ট ‘মাহা’ সহ কয়েকটি প্রতিষ্ঠান লুটের ঘটনা সবাইকে অবাক করে দিয়েছিল। ‘মাহা’ লুটের পর বাণিজ্যিক এলাকা নয়াসড়কে গণহারে দোকানের তালা খুলে লুটের চেষ্টা চালিয়েছিল উচ্ছৃঙ্খল যুবকরা। এতে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান সিলেটের রাজনীতিকরা। সঙ্গে সেনাবাহিনী। এতে রক্ষা পায় সিলেট। এ ঘটনার ৮ মাস পর ব্যবসা প্রতিষ্ঠান লুটের পুনরাবৃত্তি ঘটলো সিলেটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানিয়ে নগর জুড়ে বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে গোটা নগরকেই অস্থিতিশীল করে তোলে। শুধু তাই নয়, লুটের মালামাল নিয়ে তারা উল্লাস করে। ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে কয়েক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় কাটান। সেনাবাহিনী নামার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নগরে ব্যবসা প্রতিষ্ঠান লুটের ঘটনায় গতকাল ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ব্যবসায়ী নেতারা। হামলা ও লুটপাটের ঘটনায় তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একই সঙ্গে লুটপাটকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে তারা প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট ও ভাঙচুরকৃত দোকানগুলো পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন, ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন- দুঃখজনক হলেও সত্য একটি দুষ্কৃতকারী চক্র উদ্দেশ্যমূলকভাবে সিলেট নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট ও ভাঙচুর করেছে। তা অত্যন্ত কষ্টদায়ক ও নিন্দনীয় বিষয়। নেতৃবৃন্দ সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- অনতিবিলম্বে হামলা ও লুটপাটকারীদের ভিডিও ফুটেজ  দেখে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। এদিকে- বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। 

সমিতির কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব ও হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক। নগরীর মিরবক্সটুলাস্থ হোটেল রয়েল মার্কসহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। অবিলম্বে জড়িত সিলেটের সম্প্রীতি বিনষ্টকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে হোটেল রয়েল মার্ক পরিচালনা পর্ষদের পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন- কতিপয় দুর্বৃত্ত দফায় দফায় আমাদের রয়েল মার্ক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট-কফি শপে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। 

হোটেলের রিসিপশনে থাকা কাউন্টার, ডেস্কটপ, ল্যাপটপসহ সকল আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এসময় হোটেলের ক্যাশে থাকা ১ লাখ ৮৪ হাজার নগদ টাকা লুট করা হয়েছে। হোটেলের লিফট,  জেনারেটর, সাব-স্টেশন, নিচ থেকে ৬ তলা পর্যন্ত গ্লাস, লাইটিং ভাঙচুর করা হয়েছে। হোটেলে থাকা ‘ছোপড়া’ রেস্টুরেন্টকে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে।  হোটেলের আরেকটি প্রতিষ্ঠান ক্রিমস কফি শপেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পুণ্যভূমি সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে এমন দুর্বৃত্তপনায় আমরা উদ্বিগ্ন। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত হোটেল পরিদর্শন করেছেন। 
 

পাঠকের মতামত

Shadake shada bolun.R kaloke kalo bolun. Noile prokrito sotto lukiye thakbe.ete crime aro bere Jabe.

Sara
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:০০ অপরাহ্ন

পতিত স্বৈরাচারের দুষ্কৃতকারীরা এই রকম লুন্ঠন চালালো,অথচ গোয়েন্দা সংস্থার হাতে কোন তথ্য ছিলনা,এটা অবিশাস্ব্য!সঠিক তদন্তে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা হোক।।

সৈয়দ নজরুল হুদা
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৯:৫৮ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status