ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বৃহৎ পরিসরে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৫:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বৃহৎ পরিসরে কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস’ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ করেছে ছাত্রদল। সেখানে বক্তব্য প্রদানকালে এমন ঘোষণা দেন সালাহউদ্দিন আহমেদ।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গণহত্যার বিরুদ্ধে যারা সোচ্চার নয়, তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ যোগাচ্ছে। মার্কিন বাহিনীর প্রতি আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান। আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজায়, রাফায়,গণহত্যা বন্ধ চাই। সারা বিশ্বের মানুষ জেগে উঠেছে। গতকাল সারা দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছে। আজ বাংলাদেশের সবচেয়ে প্রগতিশীল সংগঠন ছাত্রদল কর্তৃক আয়োজিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে তার সাফল্য কামনা করি। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরাইল নাম প্রত্যাহার করে নিয়েছিল। আমরা পত্রিকা থেকে যে পরিসংখ্যান পেয়েছি তাতে ৫০ থেকে ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে। প্রকৃতপক্ষে এই পরিসংখ্যানের চেয়েও আরো বেশি ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইসরাইলকে বয়কট করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকাল বাংলাদেশের কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগে থেকে সতর্কতা অবলম্বন করা। তা না হলে বাংলাদেশের নামে এই বদনামটা দিতে হতো না। আমি বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই, ফিলিস্তিনদের পক্ষে এবং ইসরাইলের এই গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগিরই সারা বাংলাদেশে বৃহৎ পরিসরে কর্মসূচির ঘোষণা করা হবে।’

সভাপতির বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, ‘ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত পরশুদিনই সংহতি জানিয়েছে। ইসরাইলের দখলদার বাহিনী কর্তৃক ৫১ হাজারের অধিক নিরীহ ফিলিস্তিন হত্যা করা হয়েছে। ফিলিস্তিনে যেসব নারী-শিশু নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি।’

তিনি আরও বলেন, ‘আজ ফিলিস্তিনে ধারাবাহিকভাবে  যে গণহত্যা চলছে ছাত্রদল সেটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে যারা রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদেরকে সাধুবাদ জানাই। এদিকে গতকাল যে বা যারা বাটা কেএফসি ও পিজ্জা হাটে হামলা চালিয়েছে তাদের নিন্দা জানাই। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কতিপয় ব্যক্তি যারা অনলাইনসহ বিভিন্ন জায়গা মব জাস্টিসের সূচনা করে তাদের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি বর্তমান নির্দলীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনারা এসব মব জাস্টিসে বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। আর যেন কোনো ধরনের মব জাস্টিস না হয়, সে ব্যাপারে ছাত্রদল সতর্ক অবস্থান গ্রহণ করছে। এতে নিজেদের মধ্যে বিভেদের সৃষ্টি হচ্ছে। আজকের এই প্রেক্ষাপটে আমাদের এক এবং ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।’ এ সময় ভারতে সদ্য পাস হওয়া ওয়াকফ বিল ব্যাপারে নিন্দা জানান তিনি।

বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন ছোট্ট রাষ্ট্র। সেখানকার শান্তিকামী মুসলমানরা নিজেদের আবাসভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন। কিন্তু দখলদার ইসরাইল সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে। যার অর্ধেক নারী ও শিশু। এইরকম ধংসযজ্ঞ চলার পরেও যেসব দেশের রাষ্ট্রপ্রধান প্রতিবাদ জানাননি তাদেরকে আমরা ধিক্কার জানাই। আজ জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠন নিশ্চুপ। গাজায় সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন হলেও তাদের কোনো প্রতিবাদ নেই। আজ থেকে যেখানে আমরা ইসরাইলি পণ্য পাবো সেখানে বয়কট করবো। আজ যদি সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হই, তাহলে তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না।’

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status