ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

স্বরাষ্ট্র উপদেষ্টা

নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা ‘ঝুঁকি নেই’

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপন নিয়ে কোনো ধরনের ‘নিরাপত্তা ঝুঁকি দেখছেন না’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সভা শেষে মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এবারেও আগের মতই সামনে-পেছনে পুলিশি নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রা হবে কী না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশ তো বাংলাদেশের লোক। তারাও যদি শোভাযাত্রায় যায় তাহলে অসুবিধা কি।’

মঙ্গল শোভাযাত্রা ঘিরে অন্তর্বর্তী সরকার বাড়তি কী ধরনের নিরপত্তা ব্যবস্থা নিচ্ছে-জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা নির্ভর করে নিরাপত্তা ঝুঁকির মাত্রার ওপরে।’ তিনি বলেন, ‘থ্রেটের ওপর নির্ভর করে সিকিউরিটির ব্যবস্থা নেয়া হয়। আগের যে থ্রেট সেটা অনেক কম। এ অবস্থায় নিরাপত্তা লিবারেল করতে পারি। আবার যদি মনে করি সিকিউরিটি থ্রেট আরো বেশি তাইলে নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি নেয়া হবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনাদের আমি শিওর করতে পারি আইনশৃঙ্খলা রোজার সময় যেমন দেখেছেন, ঠিক এভাবেই চলবে। কোনো ধরনের ঘটনা যেন না ঘটে সব ব্যবস্থা আমরা নেব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, রমনা বটমূলসহ বিভিন্ন জায়গায় নববর্ষের অনুষ্ঠানের কথা তুলে তিনি জবাবে বলেন, ‘কোনো সিকিউরিটি থ্রেট নেই। নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না।’

সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status