ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ভারতে ওয়াক্‌ফ আইনের বিরুদ্ধে কথা বলায় পুলিশি হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

ভারতে বিতর্কিত ওয়াক্‌ফ বিল ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে। কিন্তু এই আইনের সাংবিধানিক বৈধতার প্রশ্ন তুলে বিভিন্ন মুসলিম সংগঠন, রাজনৈতিক দল ও এনজিওর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। বিভিন্ন শহরে ওয়াক্‌ফ আইনের সমালোচনা করে আন্দোলনও শুরু হয়েছে। তবে মুসলিম সংগঠন ও রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে উত্তরপ্রদেশে পুলিশি হেনস্তার একাধিক অভিযোগ উঠেছে।

সমাজবাদী পার্টির (এসপি) জাতীয় মুখপাত্র সুমাইয়া রানাকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করেছেন তিনি নিজেই। অন্যদিকে লক্ষ্ণৌ পুলিশ থেকে পাঠানো এক নোটিশে ‘শান্তি বজায়’ রাখার স্বার্থে তাকে বিভিন্ন উপদেশ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

প্রয়াত বিশিষ্ট কবি মুনাওয়ার রানার মেয়ে সুমাইয়া রানা অভিযোগ করেন, তাকে ১০ লাখ রুপির একটি ব্যক্তিগত বন্ড এবং একই অর্থমূল্যের দুটি সিকিউরিটিজ সাময়িকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে জমা দিতে বলা হয়েছে। ওয়াক্‌ফ আইনের বিরোধিতা করার কারণে নোটিশ দিয়ে পুলিশ আমাকে চুপ করে দিতে চেষ্টা করছে। আমি এই পুলিশি নোটিশকে আদালতে চ্যালেঞ্জ করব।

এদিকে, ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উত্তর প্রদেশের মুজফফরনগরে সম্প্রতি নামাজে অংশ গ্রহণকারীরা হাতে কালো কাপড়ের ব্যান্ড বেঁধেছিলেন। জেলা পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ৩০০ মুসল্লিকে শনাক্ত করেছে। তাদের থানায় হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

ইসলামে কন্যাদের পিতার সম্পত্তিতে উত্তরাধিকার দেয়া হয়েছে। কিন্তু হিন্দু ধর্মে কন্যাদের সেই অধিকার নেই।‌ আমরা হিন্দু ধর্মে কন্যাদের পিতার সম্পত্তির অধিকার দেবার জোর দাবি জানাচ্ছি। আসুন আমরা সবাই এই দাবিতে সোচ্চার হই ।

Andalib
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৩:০৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status