খেলা
অস্ত্রোপচারের আগে সোহানের ‘বার্তা’
স্পোর্টস ডেস্ক
৯ আগস্ট ২০২২, মঙ্গলবার
ক্ষীণ একটা আশা নিয়ে সিঙ্গাপুর গিয়েছিলেন নুরুল হাসান সোহান, যদি অস্ত্রোপচার না লাগে! কিন্তু অস্ত্রোপচার করাতেই হচ্ছে এই কিপার-ব্যাটসম্যানকে। ঢাকা থেকে পাঠানো সোহানের স্ক্যান রিপোর্ট দেখেই সিঙ্গাপুরের চিকিৎসক বলেছিলেন, অস্ত্রোপচার করাতে হবে। তারপরও আরেকটু নিবিড়ভাবে দেখাতে রোববার সিঙ্গাপুর পাঠানো হয় সোহানকে। সোমবার চিকিৎসক তার আঙ্গুলের অবস্থা পর্যবেক্ষণ করে আগের সিদ্ধান্তেই অটল থাকেন।
অস্ত্রোপচারের খবর সোমবার বিকালে সোহান নিজেই জানান তার ফেসবুক পাতায়। সোহান লিখেছেন, ‘আমার আঙ্গুলে অস্ত্রোপচার করাতে হবে। সবার দোয়া প্রার্থনা করছি।’
জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙ্গুলের এই চোটে পড়েন অধিনায়ক সোহান । এরপর সিরিজের মাঝপথে দেশে ফেরেন তিনি। অস্ত্রোপচার না করাতে হলে তিন-চার সপ্তাহের মধ্যে তার আঙ্গুল ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এখন সময় লাগবে আরও বেশি। এই মাসের শেষে এশিয়া কাপে তাই নিশ্চিতভাবেই তাকে পাচ্ছে না দল।
আগামী ২৭শে আগস্ট শুরু হবে এবারের এশিয়া কাপ।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]