খেলা
ঢাকা লীগে অভিষেকে ৫ উইকেট সামিউনের
স্পোর্টস রিপোর্টার
২৬ মার্চ ২০২৫, বুধবার
মিরপুরে লিজেন্ডস অফ রূপগঞ্জের জয়ের নায়ক অভিষেকে ৫ উইকেট নেওয়া সামিউন বশির। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে পাত্তাই পায়নি রূপগঞ্জ টাইগার্স। ১৭২ রানের বড় জয় পেয়েছে আকবর আলীর দল। আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। রান তাড়া করতে নেমে ৪২.২ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায় টাইগার্স। লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ের নায়ক সামিউন বাশির। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ৫ উইকেট নেন অনূর্ধ্বু১৯ দলের এই বাঁহাতি স্পিনার। ১০ ওভার হাত ঘুরিয়ে খরচ করেন মাত্র ২৭ রান। ৮ ম্যাচে চতুর্থ জয় পাওয়া রূপগঞ্জ পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে। সমান ম্যাচ খেলে ১ জয় পাওয়া রূপগঞ্জ টাইগার্স আছে ১১তম স্থানে। রান তাড়ায় নামা টাইগার্সের হয়ে ৭৭ বলে সর্বোচ্চ ৪৩ করেন আবদুল মজিদ। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে ৮ নম্বরে ব্যাটিং করতে নামা আরিফুলের ব্যাট থেকে। বাকি ৯ ব্যাটারের ৮জনই দুই অঙ্কের ঘরেও পৌছাতে পারেননি। এর আগে ১৫১ রানেই ৫ উইকেট হারালেও অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন লিজেন্ডসের তানজীদ হাসান তামিম। জাতীয় দলের এই ওপেনারের ব্যাট থেকে আসে ৫৯ বলে ১১ চারে ৬১ রান। এরপর শেষদিকে হয়ে ৮৫ বলে ৫ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭৩ রান করেন জাকের আলী। ১৫ বলে ৩৫ রানের দুর্দান্ত ক্যামিও খেলেন শেখ মেহেদী। বোলিংয়ে ৫ উইকেট নেওয়ার আগে সামিউন ব্যাট হাতে ৩৪ বলে করেন ৪০ রান।
পারটেক্সকে হারালো ব্রাদার্স
রোমাঞ্চকর আগের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। তবে গতকাল বিকেএসপির ৩ নম্বর মাঠে তারা ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে গেছে ২৯ রানে। টসে জিতে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান করে ব্রাদার্স ইউনিয়ন। রান তাড়ায় ৪৮.১ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় পারটেক্স।
ব্রাদার্সের পক্ষে ৫১ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন জাহিদুজ্জামান। ৪৬ বলে ৪২ রান আসে সোহাগ গাজীর ব্যাট থেকে। আর পারটেক্সের হয়ে ৮৯ বলে ৫৬ রান করেন আহরার আমিন। বাবু ৪৬ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন।