বাংলারজমিন
তাহিরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার মাহফিল
সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, বুধবারসুনামগঞ্জের তাহিরপুরে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের পক্ষ্য থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদর মিনি স্টেডিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন
তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক লোকমান আহমেদ,, বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন, মেহেদী হাসান উজ্জ্বল, সবুজ আলম, উপজেলা জামায়াতের আমির রুকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।