বাংলারজমিন
গণহত্যা দিবসে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবার২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা পুলিশ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার ২৫ মার্চ সকালে শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর পিপিএম হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, আমাদের বীর শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তাঁদের আত্মদানের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বেঁচে আছি। পুষ্পস্তবক অর্পণের পর নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী শামীমা খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. কাহীনা আক্তার,অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন,অিতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহাবুবুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এছাড়া সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ প্রমুখ।