বাংলারজমিন
হাটহাজারীতে হত্যা মামলায় আসামিকে হলফনামা, বাদী কারাগারে
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবারহত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে মামলা থেকে অব্যাহতি দিতে হলফনামা দেয়ায় বাদীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাউদ হাসান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের আইনজীবী চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর মো. আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের দিন চট্টগ্রামের হাটহাজারীতে আনন্দ মিছিলে গুলিতে রিকশাচালক জামাল মোল্যা নামে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় জামাল মোল্যার স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ৬৫ জনের সুনির্দিষ্ট নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০-৬০ জন দুষ্কৃতকারীর বিরুদ্ধে ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারনামীয় চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সদস্য ও হাটহাজারী উপজেলার ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনছুরকে ৮ নম্বর আসামি করা হয়। চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি এ মামলায় আবুল মনছুরকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেন আদালত। ছাত্র-জনতার ওপর হামলা, পুলিশের ওপর হামলা, হত্যা মামলাসহ হাটহাজারী ও রাউজান থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
আরও জানা যায়, গুলিতে নিহত রিকশাচালক জামাল মোল্যা হত্যা মামলায় ৮ নম্বর আসামি আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল মনছুরকে মামলা থেকে জামিন পেতে সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি মিস মামলা দায়ের করেন। যার নম্বর ১৩৭৪। এই মামলা থেকে অব্যাহতি প্রদান ও মামলায় বাদীর অনাপত্তি হিসেবে একটি হলফনামা প্রদান করে বাদী সশরীরে উপস্থিত হন। হত্যা মামলায় আসামিকে হলফনামা প্রদান করায় বাদীকে জেলহাজতে প্রেরণ করেন আদালত।