বাংলারজমিন
বাঁচতে চায় শিশু আফসানা
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
বাঁচতে চায় ৯ মাস বয়সী ফুটফুটে শিশু উম্মে আফসানা। যে বয়সে মুচকি হাসিতে পুরো পরিবার মাতিয়ে রাখার কথা সে বয়সেই হাসপাতালের বেডে কাতরাচ্ছে শিশু আফসানা। শিশু আফসানা পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের দেউলবাড়ী গ্রামের আ. রহিম বেপারীর ও খাদিজা খাতুনের মেয়ে। জানা যায়, শিশুটির হার্টে ছিদ্র থাকায় দ্রুত অপারেশন করা জরুরি। অপারেশন করাতে খরচ হতে পারে প্রায় ৪ লাখ টাকা। কাঠমিস্ত্রি বাবা আ. রহিমকে ছয় সন্তানসহ ৮ সদস্যের সংসার চালাতে হিমশিম খেতে হয়। তাই শিশুকে বাঁচাতে সরকার ও বিত্তবানদের সাহায্য কামনা করেছেন তিনি। শিশুটির মা বলেন, সব সময় তার ঠাণ্ডা ও জ্বর লেগেই থাকতো গত ২০শে মার্চ আফসানা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ডাক্তারের কাছে নিয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানান, তার হার্টে ছিদ্র আছে, দ্রুত অপারেশন না করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
.শিশুটির বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, অপারেশন করতে প্রায় ৪ লাখ টাকা খরচ হবে। কিন্তু কীভাবে এত টাকা সংগ্রহ করবো বুঝতে পারছি না। হতদরিদ্র হওয়ায় তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই মেয়ের অপারেশনের জন্য সরকার এবং বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেন তিনি।