খেলা
আধুনিকতায় সিটি ঐতিহ্যে ইউনাইটেড
সামন হোসেন, ম্যানচেস্টার (যুক্তরাজ্য) থেকে
৮ আগস্ট ২০২২, সোমবার
ম্যানচেস্টারের সেন্ট্রাল রেলস্টেশন পিকাডেলি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত ইতিহাদ স্টেডিয়াম। ৫৫ হাজার ধারণক্ষমতার ম্যানচেস্টার সিটির এই স্টেডিয়ামের পাশে ক্লাবটির ট্রেনিং গ্রাউন্ড। সিটি স্টোর, মেয়েদের স্টেডিয়াম সবই ইতিহাদ স্টেডিয়ামের আশেপাশে। আবুধাবি ইউনাইটেড গ্রুপের কল্যাণে সিটির সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া। অপরদিকে ঐতিহ্য নিয়ে সিটিকে টেক্কা দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিহাদ থেকে ওল্ড ট্রাফোর্ডের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। স্টেডিয়ামটির নিচেই ম্যানউইর মেগা স্টোর। যেখানে বিক্রি হয় ক্লাবটির সকল স্মারক। তবে মূল স্টেডিয়াম থেকে তাদের ট্রেনিং গ্রাউন্ডের দূরত্ব ১০ কিলোমিটার। স্টকহোমে ট্রেনিং গ্রাউন্ডের পাশেই ম্যানউইর ফুটবল একাডেমি।
বিজ্ঞাপন