খেলা
হ্যাটট্রিকের পর ম্যাচ চলাকালীন গ্যালারিতে অটোগ্রাফ দিয়ে কার্ড দেখলেন ফুটবলার
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ২:৩২ অপরাহ্ন

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৭-০ গোলে নিউজিল্যান্ড হারায় ফিজিকে। শুক্রবার দুর্দান্ত এক হ্যাটট্রিকের পর বদলি হিসেবে মাঠ ছাড়েন স্ট্রাইকার ক্রিস উড। এরপর সরাসরি চলে যান গ্যালারিতে। সেখানে ভক্তদের আবদার মেটাতে অটোগ্রাফের সঙ্গে তুলেন ছবিও। সেখান থেকে ফিরলেই নটিংহ্যাম ফরেস্টের এই ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখান রেফারি।
ঘরের মাঠ ওয়েলিংটনে ম্যাচের ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেন উড। এরপর বিরতির পরে আরও দুই গোলে নিজের হ্যাটট্রিকটা পূরণ করেন এই ৩৩ বছর বয়সী ফুটবলার। ৬২তম মিনিটে তাকে বদলি খেলোয়াড় হিসেবে উঠিয়ে নেন নিউজিল্যান্ড কোচ। ভক্তদের আবদার মেটাতে সেখান থেকেই সরাসরি গ্যালারিতে চলে যান তিনি। অটোগ্রাফ, ফটোগ্রাফ পর্ব শেষ করে ফিরলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। কারণ খেলা তখনও চলছিল। এদিনের হ্যাটট্রিকটি জাতীয় দলের হয়ে উডের দ্বিতীয়। নটিংহ্যামের হয়েও দারুণ ফর্মে আছেন তিনি। চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে ২৯ ম্যাচে লক্ষ্যভেদ করেছেন ১৮বার। এবারের সর্বোচ্চ গোলের তালিকায় এক গোল বেশি নিয়ে তার উপরে তিনে অ্যালেক্সান্ডার ইসাক।