বিশ্বজমিন
গাজায় ফের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু: নেতানিয়াহু
মানবজমিন ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৯ অপরাহ্ন

গাজায় ফের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হু। মঙ্গলবার এক ভিডিওবার্তায় এ কথা বলেছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণমাত্রায় পুনরায় যুদ্ধ শুরু করেছে ইসরাইল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সোমবার দিবাগত রাতে ইসরাইলি বিমান বাহিনীর ভয়াবহ হামলার পর এমন কথা বললেন নেতানিয়াহু। জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতির চুক্তির মধ্যেই এমন হামলা চালিয়েছে ইসরাইল। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে অধিকাংশই নারী এবং শিশু বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বেশি হবে। কেননা এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইসরাইলের এই হামলার মাধ্যমে সুস্পষ্টভাবে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল ।
হোয়াইট হাউসের সবুজ সংকেত পাওয়ার পরই এই হামলা শুরু করা হয়েছে। হামলার আগে ইসরাইলের প্রতিনিধিরা মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। পবিত্র এই রমজান মাসে গাজাবাসীর ওপর অতর্কিতভাবে হামলা চালালো তেল আবিব। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর প্রায় দুই মাস পর এমন ভয়াবহ হামলা চালিয়েছে তারা। হামাসের সঙ্গে ইসরাইলের ভঙ্গুর যুদ্ধবিরতি এখনও চলমান রয়েছে। তবে পূর্ণমাত্রার এই হামলার মাধ্যমে বোঝা যাচ্ছে ইসরাইল এক তরফাভাবে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে।
মঙ্গলবার গাজার গুরুত্বপূর্ণ শহর বেইত লাহিয়া, রাফা, নুসেইরাত এবং আল-মাওয়াসিতে হামলা চালায় ইসরাইল। এতে জানুয়ারি থেকে গাজাবাসী যে আপেক্ষিক সান্ত্বনা নিয়ে ছিল তা কার্যত ভেঙে পড়েছে। আহতদের দিয়ে গাজার হাসপাতালগুলো পুনরায় পূর্ণ হতে শুরু করেছে। গাজায় এভাবে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেছেন, ওই বিমান হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। হামলায় হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন। তার নাম মেজর জেনারেল মাহাম্মদ আবু ওয়াতফা। তিনি গাজার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এছাড়া হামাসের নিরাপত্তা বিভাগের উচ্চ পর্যায়ের দায়িত্বে ছিলেন ওয়াতফা।
ভিডিও বার্তায় নেতানিয়াহু দাবি করেছেন, তারা হামাসের সঙ্গে এখনও গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য সমঝোতা করতে চেয়েছে। তবে হামাস তা প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এখানে উল্লেখ্য যে, যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হওয়ার পরপরই দ্বিতীয় পর্যায় শুরু নিয়ে তালবাহানা শুরু করে ইসরাইল। তারা প্রথম পর্ব আর দীর্ঘায়িত করতে হামাসের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে। তবে হামাস তাতে রাজি হয়নি। সংগঠনটি দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের ওপর জোর দিয়েছে।
পাঠকের মতামত
হে আল্লাহ্ তুমি কিভাবে এতো জুলুম সহ্য কর যেখানে প্রতিনিয়ত তোমার শোকর গুজার করে তোমার মুসলিম বান্দারা? ইহুদি মুশরিক দের কে এতো ক্ষমতা এতো দাম্ভিকতা কেন দিয়েছ আল্লাহ্? ট্রাম্প তথা আমেরিকা এবং ইহুদি তথা ইসরায়েল কে তুমি তোমার গজব নাযিল কর। হে খোদা আমরা তো আর পারছিনা তুমি আমাদের সাহায্য কর ঈমান মজবুত করে দাও ওদের তথা কাফেরদের উপর আমাদের বিজয় দান কর।
ইয়া আল্লাহ ফয়সালা শেষে আপনার হাতেই। আমরা তা দেখতে চাই।
Allah swt will punish Israel and USA .
মধ্যপ্রাচ্য থেকে এসব জালিমদের বিতাড়িত করার এখনই সময়।
ইয়া আল্লাহ্ পৃথিবীর মানচিত্র থেকে ইজরায়েলের নাম নিশানা মুছে দাও আল্লাহ্। গাজা বাসীর উপর যে জুলুম হচ্ছে তার জন্য দ্রুত ইহুদীদের উপর গজব দাও।