বাংলারজমিন
গোয়াইনঘাটের গ্রামবাসীদের ওপর চোখ রাঙাচ্ছে ভূমিখেকোরা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৫ মার্চ ২০২৫, শনিবারসিলেটের গোয়াইনঘাটে ধর্মগ্রামে নিরীহ গ্রামবাসীর ওপর চোখ রাঙাচ্ছে ভূমিখেকো চক্রের সদস্যরা। আদালতের নির্দেশ উপেক্ষা করে ওই পক্ষ বার বার বিরোধপূর্ণ ভূমি দখলে নিয়ে ফিসারিজের পুকুর নির্মাণ করতে চাইছে। এরই মধ্যে গো-চারণ ভূমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রামের বাসিন্দা আজির উদ্দিন, ফয়েজুল হাসান, মর্তুজা আলী, মোস্তফা মিয়া, মুজাম্মিল আলী, হাছন আলী, ফয়জুল হাসান, অলিউর রহমান, হিফজুর রহমান, সুলেমান আলী, সিদ্দেক আলী, নাজমা বেগম, লয়লুন নেছা, আব্দুন নূর, ছামিরুন, পাকারুন, আব্দুল খালিক গত ফেব্রুয়ারি মাসে ধর্মগ্রাম গ্রামের পাশের গো-চারণ ভূমি রক্ষার জন্য সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তারা জানিয়েছেন- একই গ্রামের বাসিন্দা হাজী আব্দুস শুকুর, এখলাছুর রহমান, সিরাজ উদ্দিন, ছমরুউদ্দিন, রিয়াজ উদ্দিন, রহিমউদ্দিন, শরীফ উদ্দিন, মনিরউদ্দিন বাবুল, সমছির আহমদ গো-চারণ ভূমি দখল নিয়ে ফিসারিজ ও পুকুর নির্মাণ করতে চায়। এতে গ্রামবাসী বাধা দেয়ার কারণে তারা সফল হতে পারেনি। এখন তারা হাওরের সব জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। অথচ এই জমি বিএস রেকর্ডেও এলাকার মানুষের নাম এসেছে। মামলায় গ্রামের লোকজন জানান- গত ৩০ শে জানুয়ারি অভিযুক্তরা সন্ত্রাসীদের নিয়ে গো-চারণ ভূমি ও হাওর দখলে নামে। এ সময় গ্রামের লোকজন বাধা দিলে তারা চলে যায়। এরপর থেকে তারা নানাভাবে ওই ভূমি দখলে নিতে চাইছে। আদালত গ্রামবাসীর আর্জি আমলে নিয়ে গোয়াইনঘাটের ওসিকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ১৬ই এপ্রিল এ ব্যাপারে আদালতে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশনার পর গোয়াইনঘাট থানার সাব ইন্সপেক্টর উত্তম কুমার কৈরী লিখিত নিষেধাজ্ঞা আরোপ করেছেন। গ্রামের লোকজন জানিয়েছেন- মামলা দায়ের করার পর থেকেও জমি দখলে নিতে চোখ রাঙাচ্ছে ভূমিখেকোরা।