খেলা
অবশেষে আসছেন হামজা
স্পোর্টস রিপোর্টার
১৫ মার্চ ২০২৫, শনিবার
অপেক্ষা ফুরাচ্ছে। আর মাত্র দুই দিন। অবশেষে আসছেন হামজা চৌধুরী। লাল-সবুজের জার্সিতে ভারতের বিপক্ষে মাঠে নামতে আগামী সোমবার ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা এই ফুটবলার। আগামী ২৫শে মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে অভিষেক হবে লেস্টার সিটিতে খেলা এই ফুটবলারের। ফুটবলপ্রেমীদের অবশ্য দেশের মাটিতে হামজার খেলা দেখার অপেক্ষায় থাকতে হবে আরো কিছুদিন। ঢাকায় হামজা প্রথম ম্যাচ খেলবেন আগামী ১০শে জুন, সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। তার আগে প্রথম দফা হামজার ঢাকা আসা নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
পুরো পরিবার নিয়ে হামজা চৌধুরী ঢাকায় আসবেন আগামী সোমবার। তার বাবা দেওয়ান মোরশেদ আগেই বাংলাদেশে এসে পৌঁছেছেন। তার উপস্থিতিতে হামজাকে নিয়ে পরিকল্পনা করেছে বাফুফে। সোমবার হামজা চৌধুরীর সঙ্গে ঢাকায় আসবেন মা রাফিয়া চৌধুরী ও তার ব্রিটিশ পুত্রবধূ এবং নাতি-নাতনিরা। এরইমধ্যে ৯ জনের বিমান টিকিট লন্ডনে পাঠিয়েছে বাফুফে। আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন হামজা চৌধুরী। সেখান থেকে মায়ের সঙ্গে হবিগঞ্জের বাহুবলের গ্রামের বাড়িতে যাবেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা তারা। তবে হামজার জন্ম হয়েছে ইংল্যান্ডের লাফবরো শহরে। হামজাকে নিরাপত্তা দিতে তার আগেরদিন সিলেট পৌঁছাবেন বাফুফের চার সদস্যের এক প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে থাকবেন বাফুফের সদস্য গোলাম গাউস, ইকবাল হোসেন, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন ও কামরুল ইসলাম হিলটন। তারা সিলেট গিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। হামজা এবং তার পরিবারের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেই এই প্রতিনিধি দলকে সিলেট পাঠাচ্ছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এরমধ্যে তিনি দফায় দফায় হামজার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। নিজেও লন্ডনে দেখা করেছেন হামজার সঙ্গে। প্রতিনিধি দলের সদস্য গোলাম গাউস বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য থাকবে হামজা ও হামজার পুরো পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। সে লক্ষ্যে আমরা সিলেট গিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করবো। আমরা চেষ্টা করছি হামজাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়ার জন্য পুলিশি ব্যবস্থা রাখা। আমরা হামজাকে নিয়েই আগামী মঙ্গলবার ঢাকায় ফিরতে চাই।’
বাফুফে চাইছে মঙ্গলবার বিকালের ফ্লাইটে হামজা ঢাকা ফিরে সরাসরি হোটেলে দলের সঙ্গে যোগ দিবেন। কিন্তু হামজার মা রাতের ফ্লাইটে ছেলে ও ছেলের বৌকে নিয়ে ফিরতে চান। বিকালের ফ্লাইটে ঢাকায় ফিরতে হলে আগে বাসা থেকে বের হতে হবে। রাতে শেষ ফ্লাইটে ঢাকায় ফিরলে আরো কিছুক্ষণ নিজ বাসায় সময় দিতে পারবেন হামজা। অনেক দিন পর হামজা গ্রামে মায়ের বাসায় ফিরছেন। তাই মা রাফিয়া চৌধুরী ছেলেকে বেশি সময় নিজ ঘরে রাখতে চাইছেন। ঢাকায় ফেরার দিন ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে হামজার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। বাফুফের একটি সূত্র জানিয়েছে হামজা একজন বড় মাপের ফুটবলার। ব্রিটিশ নাগরিক, তার স্ত্রী ব্রিটিশ নাগরিক, সন্তানরাও আসবেন, মা রাফিয়া চৌধুরীও ব্রিটিশ নাগরিক। তিনিও থাকবেন। বিষয়টি ঢাকার ব্রিটিশ হাইকমিশন গুরুত্ব দিয়ে দেখছে। তাই তারা হামজাসহ পুরো পরিবারের সঙ্গে সাক্ষাত করতে চাইছেন।’ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে একটি সেশন থাকতে পারে হামজার। এর আগের দিন সৌদি আরবে ১৫ দিনের ক্যাম্প শেষে দেশে ফিরবে বাংলাদেশ দল। বুধবার দলের সঙ্গে প্রথম অনুশীলনে নামবেন এক সময়ে ইংল্যান্ড যুব দলে খেলা হামজা। বুসন্ধরা কিংস এরেনায় হতে পারে ওই অনুশীলন। কোচ হাভিয়ের কাবরেরা চাইছেন ২০শে মার্চ সকালে অনুশীলন শেষে দুপুরের ফ্লাইটে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের উদ্দেশে ঢাকা ছাড়তে। হামজার পুরো পরিবার ভারতে যাবে খেলা দেখতে। সেভাবে পরিকল্পনা সাজানো হয়েছে। ২৫শে মার্চ ম্যাচ খেলে বাংলাদেশে ফিরবেন হামজা ও তার পরিবার। এক দিন ঢাকায় অবস্থান করবেন। এ সময় তিনি কিছু সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ২৮শে মার্চ ঢাকা ছাড়ার কথা হামজা চৌধুরীর।