ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

মাঠে ফিরেই গোল করলেন মেসি, জিতলো মায়ামি

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ৯:৪৮ পূর্বাহ্ন

mzamin

টানা খেলার ধকল এড়াতে ৩ ম্যাচের বিশ্রাম দেয়া হয় লিওনেল মেসিকে। এরপর শার্লটেকের বিপক্ষে স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি এই ইন্টার মায়ামি অধিনায়ক। আজ ক্যাভালিয়রের বিপক্ষেও মেসিকে শুরুর একাদশে রাখেননি মায়ামি কোচ জাভিয়ের মাশ্চেরানো। তবে ম্যচের ৫৩তম মিনিটে মাঠে নামেন মেসি। ফেরার ম্যাচে গোল করেছেন, দলকে জিতিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা।

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ক্যাভালিয়রের বিপক্ষে ২-০ গোলে জিতেছে মায়ামি। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসির দল।

আজই প্রথমবার জ্যামাইকা খেলতে যান মেসি, তার যাওয়া ঘিরে দেশটিত উত্তেজনার পারদ ছিলো তুঙ্গে। এমনকি মেসির কারণে ক্যাভালিয়েরের ৩ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠ থকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয় ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে। এই মাঠের ধারণক্ষমতা ছিল প্রায় ৩৫ হাজার। আর মেসিকে একনজর দেখতে আসা এই দর্শকেরা ফিরেছেন মেসিকে গোল করতে দেখার আনন্দ নিয়ে।

এদিন মেসিবিহীন প্রথমার্ধে সুয়ারেজের পেনাল্টি গোলে ৩৭তম মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এই এক গোলের লিড নিয়েই এগোতে থাকে খেলা। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা ১-০ ব্যবধানেই হয়তো শেষ হবে। ৫৩তম মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুন করে সবাইকে মাতিয়ে তোলেন মেসি। সতীর্থ সান্তিয়াগো মোরালেসের পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন সাবেক এই বার্সেলোনা তারকা।  মায়ামির জার্সিতে মেসির গোল এখন ৩৭। আর সবমিলিয়ে ক্যারিয়ারে তার নামের পাশে গোল হলো ৮৫৩টি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status