ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

কানাডায় সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জের মেজর (অব.) সুরঞ্জন স্ত্রীসহ নিহত

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
৭ আগস্ট ২০২২, রবিবার
mzamin

রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও জাতীয় দৈনিক মাতৃভূমি (অধুনালুপ্ত) পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেজর (অব.) সুরঞ্জন (৭৫) স্ত্রী সুপর্ণা দাশসহ কানাডায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল ভোরে কানাডার ব্যাংক উভারে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন তিনি। তার অকাল মৃত্যুতে শোকাহত পুরো উপজেলার মানুষ। নিহতের পারিবারিক সূত্র জানায়, ১৯৯৩ সালের শেষ দিকে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে তিনি কানাডায় গমন করেন। ১৯৫৪ সালে উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে জম্মগ্রহণ করেন মেজর (অব.) সুরঞ্জন দাশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এক কীর্তিমান পুরুষ দু’বছর পরপর দেশে গমন করতেন। বিগত দুটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সার্বজনীনভাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের তরফে আহ্বান জানালেও বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি অপারগতা প্রকাশ করেন। মানবদরদী সমাজসেবক ও শিক্ষাবিদ হিসেবে তিনি পরিচিত ছিলেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সকলের আস্থাভাজন হয়ে ওঠেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিরল এক মানুষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাশ। শিক্ষার উন্নয়নে প্রায় ২ একর নিজস্ব ভূমিতে উপজেলার ১নং বড় ভাকৈড় ইউনিয়নের অবহেলিত জনপদের ভাটিয়াঞ্চলে প্রতিষ্ঠা করেন কীর্তি নারায়ণ কলেজ। কলেজটির একাধিক ভবন নির্মাণসহ  যাবতীয় খরচ প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি বহন করেন। তার সুদক্ষ পরিচালনায় শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক সফলতায়  কলেজটি সুখ্যাতি অর্জন করে। সম্প্রতি কলেজটি এমপিওভুক্ত হিসেবে তালিকাভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। কলেজের সার্বিক কর্মকাণ্ডে সার্বক্ষণিক পাশে ছিলেন তার স্ত্রী সুপর্ণা দাশ। উৎসব প্রস্তুতির প্রাক্কালে অকালে ঝরে যায় দুটি প্রাণ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত জন তিনি। কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হলেও অধরা থেকে যায় মাতৃকালীণ প্রসূতি রোগীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের মরদেহ দেশে না কানাডায় সৎকার করা হবে এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও একমাত্র পুত্র ডাক্তার রাহুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status