বাংলারজমিন
সুনামগঞ্জে আদালতপাড়ায় খুন
যে দাবি জানালেন খোকনের যুক্তরাজ্য প্রবাসী ভাই-বোনেরা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৭ আগস্ট ২০২২, রবিবারভাইয়ের হত্যার সংবাদ শুনে প্রবাসে মন টেকেনি ৪ ভাই ও দুই বোনের। দেশে থাকা একমাত্র ভাইকে শেষবারের মতো দেখতে যুক্তরাজ্য থেকে ছুটে আসেন তারা। গত ২১শে জুলাই সুনামগঞ্জ আদালত পাড়ায় প্রকাশ্যে খুন হন মিজানুর হোসেন খোকন। তার খুনের পর পরই আদালতে থাকা লোকজন আটক করে পুলিশে দেন হত্যার সঙ্গে জড়িত তিনজনকে। অন্য আসামিরা আটক থাকলেও কৌশলে পালিয়ে যায় তারা। গ্রেপ্তারকৃতদের মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের গ্রেপ্তার করে তাদেরকেও একই শাস্তির দাবি জানান প্রবাসী পরিবারের সদস্যরা। যাতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে আদালত এলাকার মতো নিরাপদ স্থানে আর যেন কেউ কোনোদিন এ ধরনের ঘটনা না ঘটায়। শনিবার সিলেট জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মিজানুর রহমান খোকনের ভাই-বোন ও পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন- নিহতের লন্ডন প্রবাসী ভাই মো. মোশারফ হোসেন মো. দেলোয়ার হোসেন, মো. আনোয়ার হোসেন, শিপন মিয়া, বোন রুসনা বেগম, সালমা বেগম, বোন জামাই ওমর মিয়া, ভাগনি নাদিয়া বেগম, নিহতের ছেলে মাহফুজ হোসেন, মাহমুদ হোসেন, মেয়ে ফাইজা ও আত্মীয় কয়ছর আহমদ সাজু। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মিজানুর হোসেন খোকন তার বাবা ও ছোট্ট ৩ টা বাচ্চা নিয়ে সিলেট শহরে বাস করতেন।