বাংলারজমিন
সিরাজগঞ্জ মডেল মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইফার ডিজি
চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৭ আগস্ট ২০২২, রবিবার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) ড: মো: মুশফিকুর রহমান। শুক্রবার বিকেল ৫টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মানাধীন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) তাজনির পারভেজ, সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহম্মেদ, সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির, ইফার ফিল্ড সুপার ভাইজার ফেরদৌস আলম, শাহীন সরকার, মডেল কেয়ারটেকার আব্দুল মাজিদ, মাহমুদ হোসেন প্রমুখ।
পরে মহাপরিচালক মডেল মসজিদের পাশের্^ একটি বৃক্ষ রোপণ করেন।