বাংলারজমিন
ময়মনসিংহে ডিবি’র অভিযান
২ মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
৭ আগস্ট ২০২২, রবিবার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার ও ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম, জানান, ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, এস আই (নি.) শেখ গোলাম মোস্তফা রুবেল সঙ্গীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার ভালুকা ও গফরগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত শুক্রবার সন্ধ্যায় ভালুকা থানা ফায়ার সার্ভিস’র সামনে থেকে একটি বাজাজ মোটরসাইকেল ও গফরগাঁও থানার জন্মেজয় বিশ্বরোড মোড় সংলগ্ন এলাকা থেকে একটি পালসার মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। মোটর সাইকেল উদ্ধারসহ ৪ আন্তঃজেলা চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় চুরির মামলা দায়ের করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।