ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সিলেটে দোয়া মাহফিল

মাহবুব আলী খান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৭ আগস্ট ২০২২, রবিবার
mzamin

 সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সাবেক নৌবাহিনীর প্রধান ও সাবেক মন্ত্রী, বৃহত্তর সিলেটের কৃতিসন্তান রিয়াল এডমিরাল (অব.) মাহবুব আলী খান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার অগ্রণী ভূমিকার কথা দেশবাসী আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। শনিবার বাদ জোহর রিয়াল এডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহত্তর সিলেটবাসীর আয়োজনে হযরত শাহজালাল (র:)-এর মাজার প্রাঙ্গণে এক দোয়া মাহফিল ও শিরনি বিতরণ-পূর্ব সংক্ষিপ্ত আলোচনাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে শিরনি বিতরণ করা হয়। কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মিফতাহ্ সিদ্দিকীর সভাপতিত্বে কবি ও প্রাবন্ধিক সালেহ আহমদ খসরুর সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাস থেকে মাহবুব আলী খানের নাম মুছে ফেলতে চায়। কিন্তু তা কোনোদিনও সম্ভব হবে না। দেশের মানুষ নিজ কর্মের জন্য তাকে আজীবন স্মরণ রাখবে। দোয়া মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- ড. মুহাম্মদ ইকবাল, ড. মোজাম্মেল হক, হাবিবুর রহমান এডভোকেট, সিলেট  চেম্বারের পরিচালক জিয়াউল ইসলাম, ওসমানী মেডিকেল ড্যাব’র ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোহাম্মদ শাহনেওয়াজ, প্রফেসর ড. খালিদুর রহমান, বিএনপি নেতা মাহবুব চৌধুরী, ড. শাহ্ মোহাম্মদ আতিকুল হক, বাকশিস সভাপতি লে. মনিরুল ইসলাম, সিলেট চেম্বারের পরিচালক আব্দুস ছামাদ তুহেল, শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার লোকমান আহমদ।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status