ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মেলান্দহ হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৭ আগস্ট ২০২২, রবিবার
mzamin

জামালপুরের মেলান্দহ হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল আজিজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মহিলা স্বাস্থ্য কর্মীদের সঙ্গে অশালীন আচরণ, অর্থনৈতিকসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর একটি অভিযোগও দিয়েছেন।  অভিযোগে জানা গেছে, ২০২০ সালে হাসপাতালের অধীনে ৪ জন্য স্বাস্থ্য পরিদর্শক থেকে আব্দুল আজিজকে ইনচার্জের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকেই ফুলেফেঁপে ওঠে আব্দুল আজিজ। হাসপাতালের যতো সভা-সেমিনার, স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ, আপ্যায়ন ব্যবস্থা, অর্থনৈতিক লেনদেন থেকে শুরু করে সব কিছুই তার দায়িত্বে চলে। বিশেষ সখ্যতার কারণে কোনো কোনো স্বাস্থ্য কর্মীদের বার বার প্রশিক্ষণে ডাকা, ভিটামিন এ ক্যাম্পেইন, কোভিড-১৯ টিকাদান কর্মসূচির টিকা কর্মী ও স্বেচ্ছাসেবীদের সম্মানী ভাতার ২০ শতাংশ কোন কোনো ক্ষেত্রে ৩০ শতাংশ কর্তন করাসহ এক অলিখিত ক্ষমতাধর ব্যক্তি বনে যান তিনি। এ নিয়ে অফিস ও মাঠ পর্যায়ে কর্মচারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করলেই বেতন বন্ধসহ চাকরি খাওয়ার ভয় দেখায়। হাসপাতালের প্রশাসনিক ভবনে তার রয়েছে সুসজ্জিত অফিস কক্ষ। দামি ঝকঝকে পর্দা, টেবিল-চেয়ার দেখে মনে হয় যেন, কোনো কর্মকর্তার অফিস। ১৪নং গ্রেডের একজন কর্মচারীর এমন সুসজ্জিত অফিস সুধীমহলকে প্রশ্নবিদ্ধ করেছে। এমএইচভি কর্মীদের প্রশিক্ষণ বাবদ তাদেরকে ৮শ’ টাকা করে দিয়ে টাকার অঙ্ক না লিখে তাতে তাদের স্বাক্ষর নেয়। এতে কোনো কোনো এমএইচভি কর্মী টাকার পরিমাণ জানতে চাইলে তার বেতন-ভাতা বন্ধসহ চাকরি থেকে বাদ দেয়ার হুমকি দেন তিনি। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শক জানান যে, আজিজের ক্ষমতার দাপটে আমরা এক মাসেও অফিসে যাই না। তবে সকল অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আজিজ বলেন, এমএসভি কর্মীদের আমি শুধু ক্লাস নিয়েছি। টাকা পয়সার ব্যাপারে কিছু জানিনা। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা গাজী মো. রফিকুল হক জানান, অভিযোগের ব্যাপারে আমি কিছু জানি না। কে বা কারা অভিযোগ দিয়েছে আমাকে কেউ কিছু বলেনি।  এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের মদতপুষ্ট আব্দুল আজিজকে দায়িত্ব থেকে অব্যাহতিসহ ঘটনার যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে স্বাস্থ্য কর্মীরা।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status