খেলা
দ্বিতীয় দিনে ৩২ রান করেই অলআউট ‘এ’ দল
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৪ অপরাহ্ন

সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম চারদিনের ম্যাচে নিজের প্রথম ইনিংসে ভালো করতে পারেনি মোহাম্মদ মিঠুনের দল। দ্বিতীয় দিন ৬০.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় টাইগাররা।
৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ৭৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মিঠুন। ৪৫ বলে ২৩ রান নিয়ে দ্বিতীয় দিনে মিঠুনের সঙ্গী হন নাঈম হাসান। তবে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭.৫ ওভার ক্রিজে টিকতে পেরেছে বাংলাদেশ ‘এ’ দল। মিঠুন মাত্র ৬ বল খেলে ফিফটি পূর্ণ করে আউট হন। নাঈম দ্বিতীয় আউট হন ২৭ রানে। এরপর ৪৫ বলে ১৩ রান করেন রেজাউর রহমান। ৩৯ বল খেলে ২ রান করেন এনামুল হক।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ত্যাগনারায়ণ চন্দরপল ১২০ বলে ৪৮ রান করেন। ৯৮ বলে ৩২ রান করেন জেরেমি সোলোজানো। কেসি কার্টির সংগ্রহ ৩৭ রান।