খেলা
বোর্ডের সিদ্ধান্তে ৪ কোটি রুপি ক্ষতি হাসারাঙ্গার
স্পোর্টস ডেস্ক
৬ আগস্ট ২০২২, শনিবার
ইংল্যান্ডে শুরু হয়েছে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’। প্রতিযোগিতাটির দল ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। একই সময়ে লঙ্কান প্রিমিয়ার লীগের (এলপিএল) সূচি হওয়ায় একশো বলের ক্রিকেটে খেলার আশা ছেড়ে দেন হাসারাঙ্গা। তবে আর্থিক ও রাজনৈতিক দুর্দশায় থাকা শ্রীলঙ্কায় স্থগিত করা হয়েছে এবারের এলপিএল। তাই আবারো দ্য হান্ড্রেড খেলার আশা জাগে হাসারাঙ্গার। তবে ইংলিশ টুর্নামেন্টটিতে খেলতে লঙ্কান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পাননি তিনি।
দ্য হান্ড্রেড খেলতে না পারায় ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গে করা ১ লাখ পাউন্ডের (শ্রীলঙ্কার মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি রুপি) চুক্তি হারিয়েছেন হাসারাঙ্গা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানান, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে হাসারাঙ্গাকে এনওসি দেয়নি বোর্ড। টুর্নামেন্ট দুটোয় তাকে সম্পূর্ণ ফিট চায় এসএলসি।
তবে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে ২০২৩ সালের আসরের জন্যও হাসারাঙ্গাকে দলে রাখতে পারবে ম্যানচেস্টার অরিজিনালস। চলতি মৌসুমের জন্য হাসারাঙ্গার জায়গায় দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ত্রিস্তান স্টাবসকে নিয়েছে অরিজিনালস। এছাড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে ম্যানচেস্টারের স্কোয়াডে রয়েছে রয়েছে আন্দ্রে রাসেল, অ্যাশটন টার্নার ও শন অ্যাবট।
গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের প্রথম ম্যাচে নর্দান সুপারচার্জার্সের মুখোমুখি হয় ম্যানচেস্টার অরিজিনালস।