খেলা
বঙ্গবন্ধু কাবাডি
স্পোর্টস রিপোর্টার
৬ আগস্ট ২০২২, শনিবারআগামী বছরের ৭ই মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজির রহমানের জন্মদিন ১৭ই মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসর আয়োজন করবো আমরা’Ñ শুক্রবার কাবাডি ফেডারেশনের নির্বাহী কমিটির সভা শেষে কথাগুলো বলেন ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি যোগ করেন, ‘আমরা ১২টি দেশকে আমন্ত্রণ জানাবো। আশা করি সবাই সাড়া দেবে এবং তাদেরকে নিয়েই আমরা ওই টুর্নামেন্টের আয়োজন করবো।’ এশিয়ান গেমসে কাবাডির পদক পুনরুদ্ধারের বিষয়ে র্যাবের মহাপরিচালক বলেন, ‘গতবার যুব কাবাডির মাধ্যমে দেশজুড়ে এক লাখ খেলোয়াড় কোর্টে খেলেছে। তাদের মধ্য থেকে ৫০ জন করে পুরুষ ও নারী বাছাই করে দেশে ও বিদেশে অনুশীলন করিয়েছি। এছাড়া বছরব্যাপী নানা খেলা থাকে আমাদের। এসব কার্যক্রমের মধ্য দিয়ে ছেলে ও মেয়েরা প্রস্তুত হচ্ছে। তাছাড়া বিশ^ কাবাডির সেরা চারটি দেশের সঙ্গে জাতীয় দলের ম্যাচের আয়োজন করবো। যার মাধ্যমে ভালো প্রস্তুতি নিয়ে এশিয়াডে পদক পুনরুদ্ধারের চেষ্টা করবে ছেলে মেয়েরা।’
জাতীয় মার্শাল আর্ট শুরু
স্পোর্টস রিপোর্টার
আধুনিক ক্রীড়ার প্রবর্তক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতার আয়োজন করেছে মার্শাল আর্ট কনফেডারেশন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে শুরু হওয়া চার দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৩০ জেলার আটশ’ কারাতেকা। প্রতিযোগিতার উদ্বোধন করেন কনফেডারেশনের সভাপতি হাসানুল হক ইনু। এ সময় যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ১০টি ইভেন্টে অংশ নেয়া সেরা নির্বাচিত কারাতেকাদের স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জসহ সনদপত্র দেয়া হবে।