বাংলারজমিন
আটোয়ারীতে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা আটক
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবারপঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা মইনুল ইসলাম নামে এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে তার মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে লম্পট মইনুল মেয়ের শোয়ার ঘরে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে ধর্ষক তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় গত বৃহস্পতিবার তার সৎ বাবা মইনুলের বিরুদ্ধে আটোয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি সর্বাধিক গুরুত্ব দিয়ে আসামিকে দ্রুত গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।