বাংলারজমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবারশ্যামনগরে খালার বাড়িতে বেড়াতে এসে ফারহানা (৫) নামে এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আটুলিয়া ইউনিয়নের ভড়ভড়িয়া গ্রামে খালু তাফসারুল গাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি আশাশুনি থানার শালপাড়া গ্রামে ফজর আলী গাইনের কন্যা। তাফসারুল গাজী জানান, দুপুরের দিকে সবাই কাজে ব্যস্ত ছিলেন। এ সময় উঠানে খেলার সময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় ফারহানা। খোঁজাখুঁজি করে পুকুর থেকে গুরতর অসুস্থ অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সোহেলি আফরোজা শিশুটিকে মৃত ঘোষণা করেন।