বাংলারজমিন
সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী ২ দিনের রিমান্ডে
ঝিনাইদহ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবারঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজম এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে যশোরের রুদ্রপুরে তার মালিকানাধীন শ্যামলছায়া পার্ক থেকে তাকে আটক করা হয়। সেখানে স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসী তাকে সাড়ে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেয়।
আটকের পর তাকে যশোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা রয়েছে, যা তদন্তাধীন। তদন্তের স্বার্থে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে, তাকে আটক করার সময় স্থানীয় ছাত্র-জনতা তার বিচারের দাবিতে স্লোগান দেয় এবং উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। উল্লেখ্য, সালাহউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং কর্মজীবনে দীর্ঘসময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন।