ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজারে বিশেষ টাস্কফোর্সের বাজার তদারকি

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরবরাহ চেইন সঠিক রাখতে কাজ করছে জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটি। সেই লক্ষ্যে গতকাল (বুধবার)  বিশেষ টাস্কফোর্স কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  বুলবুল আহমেদ এর নেতৃত্বে সদর উপজেলার পশ্চিমবাজার, কুদরত উল¬্যা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, শাক-সবজি, মাছের বাজার, চাউলের বাজার ও ডিমের আড়ৎসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা,  কৃষি বিপণন কর্মকর্তা মারুফ উদ্দিন চৌধুরী,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহীনুল হক, ক্যাব, মৌলভীবাজার এর সভাপতি প্রফেসর সৈয়দ মো: মহসীন, সহ-সভাপতি  সৈয়দ তফজ্জল হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি ও সদর মডেল থানার পুলিশ ফোর্স। তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা। প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করা। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ। অতিরিক্ত দামসহ মিনিকেট ঘোষণা দিয়ে অন্য চাউল বিক্রি। পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারের মেসার্স হায়দার এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, কুদরত উল্লাহ রোডের আল মদিনা ফুডসকে ৪ হাজার টাকা, মেসার্স ফাতেমা স্টোরকে ৩ হাজার টাকা, সুমন সবজি কর্ণারকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও সঠিকভাবে ও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status