ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

কারান পরিবারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন বেন

স্পোর্টস ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১:১১ অপরাহ্ন

mzamin

বাবা কেভিন কারান ছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার। দুই ভাই টম ও স্যাম কারান প্রতিনিধিত্ব করেছেন ইংল্যান্ডের। বাবার পথ অনুসরণ করে জিম্বাবুয়ে দলে জায়গা পান বেন কারান। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রান তাড়ায় অপরাজিত ১১৮ রানের ইনিংস খেলেন বেন। ৯ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় জিম্বাবুয়ে।

হারারেতে টসে জিতে আয়ারল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৪০ রানের পুঁজি গড়ে সফরকারীরা। জবাবে ৩৯.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে জিতে যায় জিম্বাবুয়ে। গত বছর আফগানিস্তানের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় বেন কারানের। একই মাসে আফগানদের বিপক্ষেই পান টেস্ট ক্যাপ। বাঁহাতি এই ব্যাটারের জন্ম ইংল্যান্ডের নর্দাম্পটনে। ঘরোয়া ক্রিকেটে হাতেখড়িও সে দেশে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বাবার জন্মভূমি জিম্বাবুয়েকেই বেছে নেন বেন। ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে ও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নবম ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন ২৮ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার। ম্যাচজয়ী ইনিংসে মারেন ১৪টি চার। ৫৯ বলে ব্যক্তিগত ৬৯ রানে তাকে সঙ্গ দেন অধিনায়ক ক্রেইগ এরভিন। এদিনের সেঞ্চুরিতে কারান পরিবারের অপেক্ষার অবসান হয়। 

বাবা ও দুই ভাই যা পারেননি, সেটিই করে দেখান বেন। যদিও চারজনের মধ্যে একমাত্র অভিজ্ঞ ব্যাটার তিনিই। বাবা কেভিন কারান ১৯৮৩ থেকে ১৯৮৭ পর্যন্ত ১১টটি ওয়ানডে খেলেন জিম্বাবুয়ের হয়ে। পেস বোলিং এই অলরাউন্ডার ব্যাট হাতে সর্বোচ্চ ইনিংস খেলেন ৭৩ রানের। বাবার মতো দুই ছেলে স্যাম আর টম কারানও পেস বোলিং অলরাউন্ডার। বর্তমানে জাতীয় দলের বাইরে আছে দু’জন। ২৬ বছর বয়সী স্যাম কারান এখন পর্যন্ত খেলেন ২৪ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৫ রানের, ভারতের বিপক্ষে। বেনের চেয়ে এক বছরের বড় টম কারানের ওয়ানডের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৪৭, আয়ারল্যান্ডের বিপক্ষে। ২৯ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার ক্যারিয়ারে খেলেন ২ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি। বেনদের দাদা কেভিন প্যাট্রিকও খেলেছেন জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে। আগের ৫ ওয়ানডেতে বেনের সর্বোচ্চ ইনিংস ছিল ২৮ রানের, আইরিশদের বিপক্ষে এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই। দ্বিতীয় ম্যাচে আউট হন ১৮ রান করে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটা সুন্দরভাবেই রাঙালেন বেন কারান।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status