ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

দ্বিতীয় ধাপে ইসরাইলের সকল জিম্মিকে একসঙ্গে মুক্তি দেয়ার প্রস্তাব হামাসের

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১২:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে একসঙ্গে ইসরাইলের সকল জিম্মিকে মুক্তি দেয়ার প্রস্তাব করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এক্ষেত্রে শর্ত দিয়েছে তারা। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ইসরাইল যদি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং গাজা থেকে সৈন্যদের সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেয় তাহলে নতুন এই প্রস্তাবে রাজি হবে হামাস। এ খবর দিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। 

এতে বলা হয়, হামাস নতুন করে যে প্রস্তাব দিয়েছে তাতে এখনও কোনো কোনো মন্তব্য করেনি ইসরাইল। বিবৃতিতে কাসেম বলেন, ইসরাইল যদি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং গাজা উপত্যকা থেকে তাদের সৈন্যদের সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেয় তাহলে সকল জিম্মিকে একসঙ্গে মুক্তি দেয়া হবে। তিনি যোগ করেছেন, মধ্যস্থতাকীরেদের অনুরোধে মুক্তিপ্রাপ্ত বন্দীদের সংখ্যা দ্বিগুণ করেছে তারা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী কার্যক্রম পরিচালনারও দাবি করেছে সংগঠনটি। 

এই প্রস্তাবের পাশাপাশি গাজা থেকে হামাসকে নির্মুলে ইসরাইলের যে পরিকল্পনা রয়েছে তার প্রবল বিরোধীতা করেছে হামাসের ওই নেতা। বিষয়টিকে হাস্যকর বলে উল্লেখ করেছেন তিনি। কাসেম বলেন, এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল। হামাসকে নিরস্ত্রীকরণ তো দূরের কথা প্রতিরোধ সংগ্রামও জারি থাকবে। এক্ষেত্রে গাজার ভবিষ্যত সম্পর্কে যেকোনো সিদ্ধান্ত ঐক্যমত্যের ভিত্তিতে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তবে এখন পর্যন্ত হামাসের নতুন এই প্রস্তাবে সায় দেয়নি ইসরাইল। সোমবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে তা যুদ্ধবিরতির চুক্তিতে দ্বিতীয় ধাপের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ফলত কায়রোতে ইসরাইলি প্রতিনিধিদল এ বিষয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার রাখে না।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status