বাংলারজমিন
ফেনীতে কাভার্ডভ্যান চাপায় ৫ শ্রমিক নিহত
ফেনী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় পিকআপের পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। সোমবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ার হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট সাইমুন ইসলাম জানান, চট্টগ্রাম থেকে একটি পিকআপে ১৮ জন নির্মাণ শ্রমিক লেমুয়ায় কাজ শেষে ফেনী ফিরছিলেন। এ সময় তাদের বহনকারী পিকআপটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী হাফেজিয়া এলাকায় এলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পিকআপটি উল্টে শ্রমিকরা সড়কে ছিটকে পড়লে পেছন থেকে অন্য একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। এ সময় পিকআপে থাকা অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ফেনীর ছাগলনাইয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে মো. করিমুল্লাহ (৭০) নামে হাইস্কুলের শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বক্তারহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম। নিহত করিমুল্লাহ ফেনীর ফুলগাজীর আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের কাজী বাড়ির বাসিন্দা ও ছাগলনাইয়ার মনুরহাট রৌশনাবাদ একাডেমির অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। ছাগলনাইয়া থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।