বাংলারজমিন
লামায় মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলো অপহৃত ২৫ শ্রমিক
লামা (বান্দরবান) প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারবান্দরবানের লামায় অপহরণের দুইদিন পর ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছে অপহৃত ২৫ শ্রমিক। তবে মুক্তিপণ আদায়ের বিষয়টি অবহিত নয় বলে জানিয়েছে পুলিশ। গত ১৬ই ফেব্রুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকা থেকে ৫টি বাগানের ২৬ শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। উল্লেখ্য, সোমবার একজন শ্রমিককে বেধড়ক মারধর করে পাহাড় থেকে নিচে ফেলে দেয় অপহরণকারীরা। সোমবার দিবাগত রাত একটার দিকে অপহরণ হওয়া অবশিষ্ট ২৫ শ্রমিককে ছেড়ে দেয় বলে জানান, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার। আরাফাত রাবার প্ল্যান্টেশনের মালিক মো. শাহজাহান বলেন, মুক্তিপণ আদায়ের জন্য অপহৃত শ্রমিকদের প্রচণ্ড মারধর করা হয়েছে। মুক্তি পাওয়া ২৫ শ্রমিকের মধ্যে ১৫ জন কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রাবার বাগান মালিক ও স্বজনদের দাবি, অপহরণের পর সন্ত্রাসীরা স্বজনদের কাছে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। একপর্যায়ে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর সোমবার দিবাগত রাত একটায় তাদের ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, অপহৃত রাবার বাগানের ২৬ জন শ্রমিক উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, যৌথ বাহিনীর তৎপরতায় অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে।