ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

আজ শুরু নারী ডিপিএল

নারী ডিপিএলে অবিচারের অভিযোগ জ্যোতির

স্পোর্টস রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারmzamin

অনেক কষ্টে মনে করলেন! জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ঠিক ১৪ বছর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেটের শেষ ম্যাচ খেলেছেন! অথচ এই  মাঠেই স্কুল ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের ক্রিকেটের মেলা বসে! আজ শুরু হচ্ছে নারীদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। এর আগে গতকাল জ্যোতি বললেন নারী ক্রিকেটে অবিচারের কথা। আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স ক্রিকেট লীগের নতুন আসরের উদ্বোধনী দিনে মিরপুরে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল সালমা খাতুনের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নতুন দল জ্যোতির শেলটেক ক্রিকেট একাডেমি। আসর শুরুর আগে গতকাল ট্রফি উন্মোচন শেষে হয় ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠান। সেখানে পুরো নারী ক্রিকেট নিয়েই অবিচারের কথা বলেন জ্যোতি। তিনি বলেন, ‘অনেক সময় মেয়ে ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়। কারণ, (জাতীয়) দলের বাইরে যারা থাকেন, তাদের নিজেদের প্রমাণ করার জায়গাই ঘরোয়া লীগ। সেই ঘরোয়া লীগ যদি ধারাবাহিকভাবে না খেলা হয় বা পরিমাণ না বাড়ানো হয়, তাহলে অনেক ক্রিকেটারের জন্য এটা দুঃখজনক হয়।’ দেশের নারী ক্রিকেটে অনেকদিন ধরেই সবচেয়ে বড় বিজ্ঞাপন জ্যোতি। জাতীয় দলের অধিনায়ক, নারী ক্রিকেটে তর্কসাপেক্ষে সব বড় তারকাও তিনি। মিরপুরে এবার এখনো পর্যন্ত একটি ম্যাচই রাখা হয়েছে লীগের। আরও বেশি ম্যাচ এখানে আয়োজনের দাবি তিনি জানিয়ে রাখলেন। জ্যোতি বলেন, ‘এবার দল কমেছে, তবে দলগুলো অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। অন্তত চার-পাঁচটি দল বেশ শক্তিশালী হয়েছে। কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার জায়গা হবে ক্রিকেটারদের জন্য। জাতীয় দলের দুয়ার সবসময় সবার জন্য খোলা, যারাই ভালো করবেন, তারাই আসবেন। স্থায়ী কিছু নেই। প্রতিটি ক্রিকেটারের জন্য এটি তাই চ্যালেঞ্জ। সবাই তো ব্যক্তিগতভাবে অনুশীলন করেন। অনেকে বিভিন্ন একাডেমিতে নিজে খরচ করে অনুশীলন করে ভালো প্রস্তুতি নিয়ে এই টুর্নামেন্ট খেলতে আসেন। তাদের জন্য এটি বড় সুযোগ নিজেদের মেলে ধরার।’ আর মোহামেডান অধিনায়ক সালমা বলেন, ‘আমাদের ভালো দল হয়েছে। অবশ্যই চেষ্টা করবো শেষবারের চ্যাম্পিয়নের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো। আমার দলের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। ওরা সবাই চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলবে।’ আসরের উদ্বোধনী দিনে ম্যাচ আছে আরও দুটি। বিকেএসপিতে আবাহনী লিমিটেড লড়বে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের বিপক্ষে আর ইউল্যাব মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির প্রতিপক্ষ গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের বাকি তিন দল- বিকেএসপি, বাংলাদেশ আনসার ও ভিডিপি উইমেন’স ক্রিকেট টিম এবং কলাবাগান ক্রীড়া চক্র।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status