খেলা
জুয়ার ওয়েবসাইটে অ্যাম্বাসেডর! ব্যবস্থা নেবে বিসিবি
স্পোর্টস রিপোর্টার
৫ আগস্ট ২০২২, শুক্রবার
বেটউইনারনিউজ নামক একটি পোর্টালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। বেটউইনার একটি বেটিং ভিত্তিক ওয়েবসাইট । বাংলাদেশে বেটিং নিষিদ্ধ বলেই সাকিবের এমন কাজে সমালোচনা হচ্ছে বেশ। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সাকিব জানান একটি বেটিং সাইটের অ্যাম্বাসেডর হয়েছেন। এরপরই চারিদিকে সমালোচনার ঝড়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন এখনই কোনো সিদ্ধান্ত নয়, আগে সাকিবের সঙ্গে কথা বলবেন তারা। তিনি বলেন, ‘আগে সাকিবের সঙ্গে যোগাযোগ করি। দেখুন আমরা অনুমতি দেইনি। আমরা জানি-ই না যে সে এমন কিছু করেছে। বেটিং সংক্রান্ত কিছু করলে আমরা অনুমতি দেবো না।
পাঠকের মতামত
দেশের টাকা নিয়ে আমেরিকা বসবাস আর মাস্তি !
ও সুযোগের সদ্ব্যবহার করতেছে, নিজের আখের গোছাচ্ছে, ওর দেশের প্রতি কোন ভালোবাসা নাই, ও নিজের টাকা পয়সা কিভাবে ইনকাম করা যায় সেটা নিয়ে ব্যস্ত। ওকে কোনোভাবেই আর সুযোগ দেওয়া যাবে না।
সব মরিচীকা! অর্থ! অর্থ আর অনর্থ!
সবচেয়ে ভালো হয় সাকিব কে টাকশালে বদলি করে দিতে। কত টাকা ওর দরকার।