খেলা
জুয়ার ওয়েবসাইটে অ্যাম্বাসেডর! ব্যবস্থা নেবে বিসিবি
স্পোর্টস রিপোর্টার
৫ আগস্ট ২০২২, শুক্রবার
বেটউইনারনিউজ নামক একটি পোর্টালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। বেটউইনার একটি বেটিং ভিত্তিক ওয়েবসাইট । বাংলাদেশে বেটিং নিষিদ্ধ বলেই সাকিবের এমন কাজে সমালোচনা হচ্ছে বেশ। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সাকিব জানান একটি বেটিং সাইটের অ্যাম্বাসেডর হয়েছেন। এরপরই চারিদিকে সমালোচনার ঝড়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন এখনই কোনো সিদ্ধান্ত নয়, আগে সাকিবের সঙ্গে কথা বলবেন তারা। তিনি বলেন, ‘আগে সাকিবের সঙ্গে যোগাযোগ করি। দেখুন আমরা অনুমতি দেইনি। আমরা জানি-ই না যে সে এমন কিছু করেছে। বেটিং সংক্রান্ত কিছু করলে আমরা অনুমতি দেবো না। বেটিং বিষয়ে বাংলাদেশের আইনও অনুমোদন দেয় না। শুধু একটা ফেসবুক বা এমন পোস্টের ওপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেবো না। আমাদের খুঁজে বের করতে হবে। যদি সত্যি হয়ে থাকে তাহলে বোর্ড যা করার দরকার তাই করবে।’ হাজারো তরুণ ক্রিকেটারের আদর্শ সাকিবের বেটিং সংক্রান্ত কিছুতে যুক্ত হওয়াকে ভালো দৃষ্টান্ত মনে করেন না বিশ্লেষকরা। ফিক্সিং প্রস্তাব পেয়ে তা গোপন রেখে নিষিদ্ধ হওয়া সাকিবের কাছে আরও পরিণতবোধ আশা করেন ভক্ত সমর্থকরাও।