ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

জুয়ার ওয়েবসাইটে অ্যাম্বাসেডর! ব্যবস্থা নেবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার
৫ আগস্ট ২০২২, শুক্রবার
mzamin

বেটউইনারনিউজ নামক একটি পোর্টালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। বেটউইনার একটি বেটিং ভিত্তিক ওয়েবসাইট । বাংলাদেশে বেটিং নিষিদ্ধ বলেই সাকিবের এমন কাজে সমালোচনা হচ্ছে বেশ। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সাকিব জানান একটি বেটিং সাইটের অ্যাম্বাসেডর হয়েছেন। এরপরই চারিদিকে সমালোচনার ঝড়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন এখনই কোনো সিদ্ধান্ত নয়, আগে সাকিবের সঙ্গে কথা বলবেন তারা। তিনি বলেন, ‘আগে সাকিবের সঙ্গে যোগাযোগ করি। দেখুন আমরা অনুমতি দেইনি। আমরা জানি-ই না যে সে এমন কিছু করেছে। বেটিং সংক্রান্ত কিছু করলে আমরা অনুমতি দেবো না।

বিজ্ঞাপন
বেটিং বিষয়ে বাংলাদেশের আইনও অনুমোদন দেয় না। শুধু একটা ফেসবুক বা এমন পোস্টের ওপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেবো না। আমাদের খুঁজে বের করতে হবে। যদি সত্যি হয়ে থাকে তাহলে বোর্ড যা করার দরকার তাই করবে।’ হাজারো তরুণ ক্রিকেটারের আদর্শ সাকিবের বেটিং সংক্রান্ত কিছুতে যুক্ত হওয়াকে ভালো দৃষ্টান্ত মনে করেন না বিশ্লেষকরা। ফিক্সিং প্রস্তাব পেয়ে তা গোপন রেখে নিষিদ্ধ হওয়া সাকিবের কাছে আরও পরিণতবোধ আশা করেন ভক্ত সমর্থকরাও।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status