মত-মতান্তর
মু ক্ত চি ন্তা
আওয়ামী লীগের বিপর্যয়, অঘটন ও পুনর্গঠন
সোহরাব হাসান
(১ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

গত ৭ই ফেব্রুয়ারি ৩২ নম্বরের প্রায় গুঁড়িয়ে দেয়া বঙ্গবন্ধু ভবনে গিয়ে তিন শ্রেণির মানুষকে পেলাম। এক শ্রেণির মানুষ ভবনটির ভাঙার পক্ষে নানা যুক্তি দিচ্ছিলেন, পাশের বাড়ির মেঝের নিচে কয়টি তলা আছে, সেখানে রহস্যজনক কিছু আছে কিনা, তারও বর্ণনা দিচ্ছিলেন একজন। আশপাশের লোকজন কৌতূহল নিয়ে তার কথা শুনছিলেন। আরেক শ্রেণির লোক পরিত্যক্ত লোহার রড, জানালা-দরজা, ইট ইত্যাদি নিয়ে যাচ্ছিলেন রিকশায় করে। গরিব মানুষ হাতের কাছে যা পেয়েছেন তা-ই নিয়ে যাচ্ছিলেন। আবার কেউ রিকশা ডেকে আনছিলেন ভাঙা আসবাবপত্র নিয়ে যেতে। একজন তরুণকে দেখলাম পাশের বাড়ির দেয়ালের রড কাটছিল একটি যন্ত্র দিয়ে। পাশে বিদ্যুতের খাম্বা ছিল, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারতো।
বিস্তারিত ‘জনতার চোখ’- এ।