ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পলাশবাড়ীতে বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে ৫ গ্রামবাসীর নদী পারাপার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গণকপাড়া গ্রামের সীমানা ঘেঁষে বয়ে যাওয়া করতোয়া নদীর অলিরঘাট পারাপারে পাঁচ গ্রামের মানুষের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো। একটি ব্রিজের অভাবে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভোগান্তির যেন কমতি নেই। স্বাধীনতা পূর্ববর্তী কাল থেকে এই ভোগান্তির মধ্যদিয়ে পাঁচ গ্রামের মানুষ জীবনযাপন করছে। সরজমিন গিয়ে দেখা যায়, নদী থেকে ঘাটের কিনারা অনেক উঁচু হওয়ায় নদী পারাপারে রিকশা-ভ্যান, সাইকেল মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গণকপাড়া, জাফর, মুংলিশপুর, পালপাড়া, শীলপাড়া, জাইতর গ্রামের বিভিন্ন পেশার মানুষ শুকনো মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকা ছাড়া চলতেই পারে না। নপ্রতিনিধিদের প্রতিশ্রুতি শুনে বছরের পর বছর পেরিয়ে গেলেও আজও একটি ব্রিজ নির্মাণ হয়নি। এ ভোগান্তি যেন পথচারীদের নিত্যদিনের সঙ্গী। অলিরঘাট পেরিয়ে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাটের দূরত্ব ২ কিলোমিটার। যাতায়াতের বিকল্প ২ কি.মি. রাস্তা ব্যবহারের স্থলে পথচারীদের ঘুরতে হয় অন্তত ৮ কিলোমিটার রাস্তা। তাই এ ঘাট দিয়ে প্রতিনিয়ত অসংখ্য শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। পথচারীরা এই ঘাট পার হয়ে বৃহত্তর হাট-বাজারগুলোতে যাতায়াত করে থাকেন। সাধারণ মানুষের দাবি- এই গুরুত্বপূর্ণ স্থানে একটি ব্রিজ নির্মাণ করা হোক। স্থানীয় গ্রামবাসীরা জানান, আশপাশের গ্রামের মানুষও এই ঘাট দিয়ে পার হয়। বিশেষ করে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ পার্শ্ববর্তী ঘোড়াঘাটে ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার করে। 
তারা অন্য ঘাট দিয়ে পার হয়ে গিয়ে দুপুরে বাড়িতে যখন আসে তখন নদীর ওই পারে যানবাহন ও সাইকেল রেখে আসতে হয়। উপজেলার সচেতন মহল উক্ত এলাকার মানুষের পারাপারে জন্য একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছে। ব্রিজটি নির্মাণ করা হলে সবার অনেক উপকার হবে। তখন আর কারও সমস্যায় ভুগতে হবে না। উপজেলা প্রকৌশলী তপন চক্রবর্তী জানান, আমি উপজেলায় নতুন যোগ দান করলেও এর আগে জেলা অফিসে ছিলাম। আমার জানা মতে, জেলার অনেকগুলো ব্রিজ নির্মাণের আবেদন পাঠানো হয়েছে। উক্ত স্থানের বিষয়ে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার জানান, উক্ত স্থানটি জনগুরুত্বপূর্ণ হলে পরিদর্শন করে দ্রুত ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্টদের কাছে প্রয়োজনীয় আবেদন জানানো হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status