খেলা
প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফির আগে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট স্টেডিয়াম মাঠে আজ টসে জিতে আগে ব্যাটিং বেছে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তানজিম সাকিব (২) ও রিশাদ হোসেন (৩)।
এর আগে ওপেনার তানজিদ তামিম ৬ রান করে বোল্ড হন। নাজমুল শান্ত ১২ রান করে ক্যাচ দিয়ে ফিরে যান। অন্য ওপেনার সৌম্য সরকার আশা দিলেও ৩৫ রান করে সাজঘরে ফিরে যান। চারে ব্যাটিং করতে নেমে মেহেদী মিরাজ সর্বোচ্চ ৪৪ রান করেন। সৌম্য ও মিরাজ আউট হওয়ার পর মিডলে মুশফিকুর রহিম ও জাকের আলী হাল ধরতে ব্যর্থ হন। মুশফিক ৭ ও জাকের শূন্য করে সাজঘরে ফিরে যান। পাকিস্তানের হয়ে ওসামা মীর একাই বাংলাদেশের ৭ উইকেট তুলে নিয়েছেন।
প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের সব সদস্যই সুযোগ পাবেন ব্যাটিং ও বোলিং করার। তাই আলাদা করে একাদশ নির্বাচন করেনি টাইগাররা। তবে দেয়া হয়েছে মোহাম্মদ হারিসের নেতৃত্বাধীন পাকিস্তান শাহিনসের একাদশ।
বাংলাদেশ স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
পাকিস্তান শাহিনস একাদশ: মুহাম্মদ হারিস (অধিনায়ক), আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।