খেলা
৫০২ দিন পর গোলের মুখ দেখলেন নেইমার
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪:০৪ অপরাহ্ন

২০২৩ -এর ৩রা অক্টোবর শেষবার গোল করেন নেইমার জুনিয়র। এরপর কেটে গেছে প্রায় দেড় বছর। দীর্ঘমেয়াদি চোটের কারণে এর মধ্যে তেমন একটা মাঠে দেখা যায়নি এই ব্রাজিলিয়ান মহাতারকাকে। লম্বা সময় পর সান্তোসের হয়ে অ্যাগুয়া সান্তার বিপক্ষে গোল করেন নেইমার। তার দলও ৩-১ গোলে জিতে নেয় ম্যাচ।
দীর্ঘ সময় ধরে মাঠ ও গোলের বাইরে থাকলেও ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারই (৭৯)। এদিনের ম্যাচে ১২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন এই ৩৩ বছর বয়সী। ঘরের ক্লাব সান্তোসে ফিরে এটিই নেইমারের প্রথম জয়। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম বার্তাও দেন তিনি।
ইনস্টাগ্রামে নেইমার লেখেন, ‘গুরুত্বপূর্ণ একটি জয়। দলকে অভিন্দন। এগিয়ে চলো সান্তোস।’ এর আগে তিন ম্যাচ খেললেও দুই ম্যাচ শেষ হয় সমতায়, অন্যটিতে হারে তার দল। সবশেষ আল হিলালের হয়ে ২০২৩ -এর অক্টোবরে গোল করেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লীগে নাসাজি মানজাদারানের বিপক্ষে ৩-০ গোলের জয়ের দিন দলের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান। এরপরই জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে মারাত্মক চোটে পড়েন বার্সার এই সাবেক তারকা। এরপর গত বছরের অক্টোবরে প্রায় এক বছর পর মাঠে ফেরেন। সেবারও মাত্র দুই ম্যাচ খেলে ফের চোটে পড়েন এই ব্রাজিলিয়ান। সে দুই ম্যাচে সাকুল্যে ৪২ মিনিট মাঠে থাকলেও গোলের দেখা পাননি নেইমার। লম্বা সময়ের পর ক্লাব ক্যারিয়ারের ৩৬১তম গোলটি করেন ব্রাজিলের রাজপুত্র। এর আগে সান্তোসের হয়ে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত খেলেন নেইমার। সে দফায় ২২৫ ম্যাচে ১৩৮ গোল করেন তিনি।