বাংলারজমিন
রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি বাবু, সম্পাদক হিরণ
রাজবাড়ী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবাররাজবাড়ী প্রেস ক্লাব মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে অনুষ্ঠিত নির্বাচনে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম হিরণ।
অন্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হয়েছেন খন্দকার আব্দুল মতিন (দৈনিক মাতৃকণ্ঠ), এম মনিরুজ্জামান (আরটিভি ও দৈনিক নয়াদিগন্ত) ও কামরুন্নাহার (দৈনিক ঢাকার ডাক), সহ-সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর হোসেন (দৈনিক কালেরকণ্ঠ ও একুশে টেলিভিশন) ও মো. সাজিদ হোসেন (এসএ টিভি), অর্থ সম্পাদক হয়েছেন মো. মতিউর রহমান (দৈনিক যায়যায়দিন), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক হয়েছেন মো. আবুল কালাম (দৈনিক সোনালী বার্তা) এবং দৈনিক মাতৃভাষার মহিলা সম্পাদক মিসেস হাফিজা খাতুন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে আবু মুসা বিশ্বাস (দৈনিক আমার দেশ) ও সাধারণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন (বাসস) ৬ ভোট পেয়ে পরাজিত হন। এ ছাড়াও নির্বাচন কমিশনারসহ অন্যান্য সদস্যগণ কার্যনির্বাহী পরিষদে ক্রমানুযায়ী অন্তর্ভুক্ত হবেন।