ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিংড়ায় জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

নাটোরের সিংড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন- ইব্রাহিম (৩২), এলাহী (২৭), সোহেল (১৯), নাসিম (২২), শাহাদত (৩৯), আবজাল (৪৪), রফিকুল (৪৮), মান্নান (৫৮), শাকিল (১৭), ফরিদ (৩৮), আলামিন (১৭), হনুফা (৪২)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। এলাকাবাসী জানান, দুই ভাই জাহেদ আলী ও আব্দুর রাজ্জাকের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। চার বছর আগে জাহেদের মৃত্যুর পর সন্তানদের সঙ্গে রাজ্জাকের সন্তানদের দ্বন্দ্ব বাধে। চাচাতো ভাইদের মধ্যে জমিতে পানি দেয়া নিয়ে গত তিনদিন ধরে দ্বন্দ্ব আরও চরমে পৌঁছায়। শনিবার রাত ৯টার দিকে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। 
আহতরা জানান, কদমকুড়ি গ্রামের মৃত জেহের আলীর পক্ষের লোকজন দুইনলা বন্দুক দিয়ে তাদের ওপরে গুলি চালায়। সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের দু’পক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষের ছররা গুলিতে অপরপক্ষের কয়েকজন আহত হন। আহত কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status