ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

স্পোর্টস রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
mzamin

বদলে গেল দেশের অন্যতম প্রধান ও ঐতিহাসিক স্পোর্টস ভেন্যু পল্টনস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এখন থেকে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ নামে পরিচিতি পাবে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত চিঠিতে ভেন্যুটির নতুন নামকরণের খবর জানানো হয়। এর আগে স্টেডিয়ামটির নাম ছিল ঢাকা জাতীয় স্টেডিয়াম। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পতন হয় ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। এরপর দায়িত্ব নিয়ে বেশ কিছু স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অন্তর্বতীকালীন সরকার। উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম বদল হয় ১২ই ফেব্রুয়ারি। এগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। স্ব স্ব উপজেলার নামে এগুলোর নতুন নামকরণ হয়েছে। এই ধারাবাহিকতায় এবার জাতীয় স্টেডিয়ামের নামেও পরিবর্তন এলো। 

গত ১৭ বছরে দেশের নানা স্থাপনার মতো ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনাও পতিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ছিল। অন্তর্বতীকালীন সরকার ক্রীড়াঙ্গনেও ওই পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার নীতিগত সিদ্ধান্ত নেয়।  ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন। রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠানও এই স্টেডিয়ামে হয়েছে। ক্রিকেট-ফুটবল এখানে ভাগাভাগি করে হতো। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল। ২০০৫ সাল থেকে মিরপুরে স্থায়ীভাবে ক্রিকেট আর পল্টনে ফুটবল খেলা চলে আসছে। ২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয় এখানে। এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্থানান্তরিত হয়। এরপর থেকে এই স্টেডিয়াম মূলত ফুটবল ও অ্যাথলেটিক্স ফেডারেশন ব্যবহার করে।

পাঠকের মতামত

শাহবাগস্থ সাবেক PG হাসপাতালে কি বঙ্গবন্ধু নাম থাকছে, না নামের কোন পরিবর্তন হচ্ছে?

জাহাঙ্গীর আলম
১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ৭:৪৩ পূর্বাহ্ন

Erpor theke national stadium Dhaka tei match tournament delhbo

Kabir
১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ২:১৮ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status