বাংলারজমিন
‘বশেমুরকৃবি'র নাম পরিবর্তিত হয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়”(বশেমুরকৃবি)’র নাম পরিবর্তিত হয়ে “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’’ হয়েছে। বুধবার সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ‘বশেমুরকৃবি’ থেকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয় পরিবার বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে বদ্ধপরিকর বলে ভাইস-চ্যান্সেলর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের টাইমস্ হায়ার এডুকেশন (টিএইচই) র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জনসহ অন্যান্য আন্তর্জাতিক র্যাংকিংয়েও গৌরবময় অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে কৃতিত্বপূর্ণ অবস্থানের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভাইস-চ্যান্সেলর।
'রমজান শুধু রহমতের নয়, জেহাদেরও মাস: মাওলানা আল আমিন
অভয়নগর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশের সাড়া জাগানো ইসলামিক স্কলার মাওলানা আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মাহে রমজান যেমন রহমত মাগফেরাত নাজাতের মাস, ঠিক তেমনি এটি জেহাদেরও মাস। এ মাসে হযরত মোহাম্মাদ (সাঃ) কাফেরদের মোকাবেলায় সাহাবীদের নিয়ে জেহাদ করেছেন। তাই রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রোজা ভেঙ্গে ফেলাও ঠিক তেমন ফরজ। বৃহস্পতিবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া জুট মিলস্ স্কুল ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। শবে বরাত ও রমজানের গুরুত্ব আলোচনা করতে গিয়ে তিনি আরো বলেন, মুসলিমরা কখনো পরশ্রীকাতর, হিংসুক ও বেনামাজি হতে পারেনা। সবাইকে সংযমি হওয়ার আহবান জানান তিনি।
উপজেলার পায়রা ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মাদ আব্দুল মালেকের সভাপতিত্বে বিশেষ বক্তার বক্তব্য রাখেন, মাওলানা হারুন অর রশিদ, হাফেজ মাওলানা বদরুজ্জামান রফিকি। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্বাস ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান বিশ্বাস, সরকার গ্রুপের প্রতিনিধি রাজু আহমেদ ও বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন। সার্বিক তত্বাবাধানে ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ আলম মোল্যা।