শেষের পাতা
সিরাজদিখানে থানায় হামলা ভাঙচুর
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবারঅটোরিকশাচালক ও স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় থানার দরজা- জানালা, আসবাবপত্র, কম্পিউটার, ২টি পুলিশ ভ্যানসহ ৫টি গাড়ি ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুর করে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, শ্রীনগর উপজেলার বেলতলী গঙ্গাপ্রসাদ জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রোমান শেখ নিখোঁজের ২২ দিনেও উদ্ধার হয়নি। তার অটোরিকশা উদ্ধার ও ৪ জন আসামি গ্রেপ্তার হলেও পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি। এ ছাড়া আসামিরা জামিনে চলে আসছে। পুলিশ টাকা খেয়ে আসামিদের ছেড়ে দিয়েছে। আগামী ৩ দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও রোমান উদ্ধার না হলে কঠোর পদক্ষেপ নেবো আমরা।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে রোমানের মোবাইল ও আসামি গ্রেপ্তার করে অটোরিকশা উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। এরইমধ্যে শিক্ষার্থীরা ভুল তথ্যের ভিত্তিতে মানববন্ধন করতে এসে অতর্কিতভাবে থানায় হামলা চালায় ও ভাঙচুর করে। ৫টি গাড়িসহ থানার ভেতরে অফিস ভাঙচুর করেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিবার নিরূপণ করা হয়নি। প্রসঙ্গত, উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১শে জানুয়ারি থেকে অটোরিকশাসহ নিখোঁজ রয়েছে।
পাঠকের মতামত
যেমন কুকুর তেমন মুগুর।
হামলাকারি প্রত্যেককে কঠোর বিচার এর আওতায় আনতে হবে। এইভাবে দেশ চলতে পারেনা।
ছাত্ররা থানার দরজা- জানালা, আসবাবপত্র, কম্পিউটার, ২টি পুলিশ ভ্যানসহ ৫টি গাড়ি ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুর করে খারাপ দৃষ্টান্ত দেখিয়েছে। প্রতিবাদের ভাষা অবশ্যই সহনীয় হতে হবে।